অপরাধ সূত্র :
মুলাদী প্রতিনিধি : মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ১০ মার্চ ২০২৫ সোমবার বেলা ১১টায় মুলাদী সরকারি কলেজের সামনে শিক্ষার্থীদের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস খান এ সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিউদ্দিন ঢালী, পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহান, গাছুয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক খন্দকার মো. বাবুল আলমসহ মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।