অপরাধ সূত্র :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর বর্ধিত সভা শুরু হয়েছে। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গনে দিনব্যাপী সভার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী উপস্থিত আছেন বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলোয়াত পাঠ করা হয়। এরপর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে এবং ছাত্র-জনতার জুলাই-আগস্ট বিপ্লবে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন নেতৃবৃন্দ। পরে শোক শোক প্রস্তাব উপস্থাপন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উদ্বোধনী এই পর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত বক্তব্য রাখবেন। লন্ডনে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভার্চুয়ালি বক্তব্য দেবেন। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠা থেকে শুরু করে ছাত্র-জনতার বিপ্লব পর্যন্ত দলের কার্য্ক্রমের ওপর তৈরি কবা ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।