মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ১১ মার্চ ২০২৫, সময়ঃ ০৯:৫২



মুলাদী প্রতিনিধি : মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ১০ মার্চ ২০২৫ সোমবার বেলা ১১টায় মুলাদী সরকারি কলেজের সামনে শিক্ষার্থীদের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস খান এ সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিউদ্দিন ঢালী, পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহান, গাছুয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক খন্দকার মো. বাবুল আলমসহ মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।