অপরাধ সূত্র :
আমিনুল ইসলাম বাবু :
গত ১৯ অক্টোবর চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটস্থ গুলজার হোটেলে ঘটে যাওয়া হত্যাকাণ্ডে অভিযুক্ত ফরহাদ হোসেনকে(২৪) সিআইডি চট্রগ্রাম ইউনিটের একটি টিম অভিযান পরিচালনা করে গত ৬ নভেম্বর বুধবার চট্রগ্রামের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গত ১৯ অক্টোবর শনিবার চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটস্থ গুলজার হোটেলে স্বামী স্ত্রী পরিচয়ে ফরহাদ ও লিপি এক দিনের জন্য একটি কক্ষ ভাড়া নেন। পরের দিন দুপুরে চেক আউট না করায় হোটেল কর্মচারীরা রুমের সামনে গিয়ে দরজার হাতল বাইরের দিকে লাগানো দেখতে পান। সন্দেহ হলে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে কর্মচারীরা ভিকটিমকে ওয়াশ রুমের মেঝেতে গলায় ওড়না প্যাঁচানো এবং হাত-পা বাঁধা অবস্থায় মৃত দেখতে পান।
ঘটনাটি জানার পর সিআইডি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছায়াতদন্ত শুরু করে এবং ক্রাইমসীন টিম ভিকটিমের পরিচয় নিশ্চিত করে। ভিকটিমের নাম বিবি কুলছুম, পিতা- আব্দুল ছত্তর, মাতা- পারুল বেগম, তিনি নোয়াখালী সদর থানার মুরাদপুর গ্রামের বাসিন্দা। ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বাবা মোঃ আব্দুল ছত্তর(৬৪) চান্দগাঁও (সিএমপি) থানায় ২১ অক্টোবর পেনাল কোড ৩০২ ধারায় ১টি হত্যা মামলা রুজু করেন।
পবর্তীতে সিআইডি’র চট্রগ্রাম ইউনিট ফরহাদ হোসেনকে গতকাল সন্ধ্যায় খুলশী থানা এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পূর্বে অভিযুক্তের সম্ভাব্য অবস্থান হিসেবে চট্টগ্রাম মহানগরী এবং তার নিজ বাড়ি ভোলাতে একাধিকবার অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ফরহাদ হোসেন হত্যাকান্ডের কথা স্বীকার করেছে।