পূর্ব কাজীপাড়া ও পূর্ব শেওড়াপাড়ায় রাজউক এর উচ্ছেদ অভিযান
Shafiul
প্রতিবেদন প্রকাশ:
০৮ এপ্রিল ২০২৫ | সময়ঃ ০২:১৫
অপরাধ সূত্র :
আমিনুল ইসলাম বাবু :
আজ মঙ্গলবার ০৮ এপ্রিল'২৫ তারিখ রাজধানীর মিরপুরের পূর্ব কাজীপাড়া ও পূর্ব শেওড়াপাড়া এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযানের মাধ্যমে দুইটি নির্মাণাধীন ভবনে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব প্রদান করেন রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকার, রাজউক জোন-৩ এর পরিচালক সালেহ আহমেদ জাকারিয়া এবং অথরাইজড অফিসার জোন-৩/২, শেগুপ্তা শারমিন আশরাফ। দুইটি অভিযোগের প্রেক্ষিতে রাজউক কর্তৃক এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে ২৮৮/১, পূর্ব কাজীপাড়া ও ৮৯০, পূর্ব শেওড়াপাড়া প্লট দুইটির ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে দেয়া হয় এবং মালিক পক্ষের নিকট থেকে তিন শত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয় যেন পরবর্তীতে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় না করেন।
এই উচ্ছেদ অভিযান পরিচালনা সম্পর্কে জোন-৩/২ এর অথরাইজড অফিসার শেগুপ্তা শারমিন আশরাফ বলেন, আজ আমরা দু'টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পূর্ব কাজীপাড়া ও পূর্ব শেওড়াপাড়ায় দুইটি ভবনের ডেভিয়েশনকৃত অংশ ভেঙ্গে দিয়েছি, অনুমোদিত প্ল্যানের বর্ধিত অংশ সমূহ নিজ দায়িত্বে অপসারন করবেন এবং ভবিষ্যতে এই ভবন নির্মাণ কালে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেনা মর্মে তিন শত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নিয়েছি ভবন মালিকদের পক্ষ থেকে। নির্মাণাধীন ইমারতে অনুমোদিত নকশার ব্যত্যয় রোধকল্পে ভবন নির্মাণকারীদের সতর্ক করার উদ্দেশ্যেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক মহোদয়ের মাধ্যমে আমাদের এই উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করা। ভবিষ্যতেও আমাদের এই উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হবে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকার বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনাকালে পূর্ব কাজীপাড়া ও পূর্ব শেওড়াপাড়ায় ২টি ভবনের ডেভিয়েশনকৃত অংশ ভেঙ্গে দেয়া হয়েছে, অনুমোদিত প্ল্যানের বর্ধিত অংশ সমূহ নিজ দায়িত্বে অপসারন করবেন এবং ভবিষ্যতে এই ভবন নির্মাণ কালে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেনা মর্মে মুচলেকা দিয়েছেন ভবন মালিকদ্বয়। তিনি আরো বলেন ঢাকাকে নিরাপদ এবং বাসযোগ্য করার জন্য রাজউক চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্টের যে অভিযান অব্যাহত আছে আগামী দিন গুলোতে এটা আরও বেগবান হবে। নতুন ভবন মালিকদের কে উদ্দেশ্য করে তিনি বলেন, ভবন করতে হলে রাজউকের নিয়ম-কানুন মেনে ভবন নির্মাণ করতে হবে, রাজউকের নিয়ম অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এই ভ্রাম্যমাণ আদালতে আরও সহযোগিতা করেন জোন-৩/২ এর সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক মো. আশিকুর রহমান সহ অন্যান্য ইমারত পরিদর্শক ও কর্মকর্তা গণ।