প্রতারক জাহাঙ্গীরের হাত থেকে মুক্তি চায় সিংগাইরের শিল্পী

Shafiul
প্রতিবেদন প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫ | সময়ঃ ০২:৫৩
photo

অপরাধ সূত্র :

নিজস্ব প্রতিনিধ  : শিল্পী তার  তথাকথিত স্বামী জাহাঙ্গীরের হাত থেকে মুক্তি চায়।  শিল্পী কাঞ্চননগর এলাকায় বাড়ি সিংগাইর থানা মানিকগঞ্জ জেলা । তার প্রথম স্বামী ছিলো প্রবাসী সেই ঘরে তার ১ টা কন্যা সন্তান রয়েছে, স্বামী দ্বিতীয় বার বিয়ে করাতে তিনি প্রথমত বাবার বাড়ি কাঞ্চননগরে চলে যান এবং তার কিছুদিন পর জীবিকার তাগিদে জর্ডান চলে যান। সেখান থেকে ফিরে আসার পর তিনি সিদ্ধান্ত নেন যেহেতু বিদেশেই যাবেন সেহেতু ভালো কোনও রাষ্টে যাবেন বলে মনস্থির করেন ঠিক ওই সময় পাশের এলাকার জাহাঙ্গীর আলম (আনুমানিক বয়স ৫১) বছর তার সাথে দেখা হলে তিনি বলেন তার মেয়ে এবং ছেলে লন্ডন থাকে সেখান থেকে প্রতিবছর ৩ টা করে ভিসা পায়। শিল্পী চাইলে সে তাঁকে পাঠাতে পারবে তখন শিল্পীর কাছ থেকে সে ৬ লক্ষ টাকা দাবি করেন, প্রথমে ১ লক্ষ ৫০ হাজার টাকা শিল্পী দেয় ভিসা বাবদ কিন্তু দুই তিন মাস চলে যাওয়ার পরেও ভিসা আসে না, তখন শিল্পী চাপ প্রয়োগ করলে জাহাঙ্গীর আলম অনেক কয়টা স্ট্যাম্প নিয়ে আসে পাঁচ শত টাকার । তারপর সে শিল্পী কে বলে তোমাকে প্রতি টায় সই করতে হবে তোমার ভিসা চলে আসছে তখন শিল্পী বলে খালি স্ট্যাম্পে কেনো সই করব? তখন জাহাঙ্গীর আলম বলে এটা ইংরেজিতে পূরণ করতে হবে স্ট্যাম্প । তখন শিল্পী নির্দ্বিধায় সবগুলো স্ট্যাম্পে সই করে দেয় তারপর উনি চলে যায় । তার ঠিক ১৫ দিন পর সিংগাইর থানার পুলিশ প্রশাসন নিয়ে শিল্পীর বাসায় হাজির হয় এবং বলে শিল্পী তার বউ শিল্পী তার বাড়ি থেকে দশ ভরি গহনা সহ বত্তিশ ( ৩২ )লক্ষ টাকা নিয়ে চলে আসছে । উল্লেখ জাহাঙ্গীর আলম লোকটার একটা পা নেই, তার সাভার সহ ও সিংগাইর এ তার বাড়ি আছে। প্রশাসন এবং এলাকার মানুষ সবাই বিশ্বাস করে ঘটনা সত্তি তখন শিল্পী কে সিংগাইর থানার পুলিশ গাড়িতে করে সিংগাইর থানায় নিয়ে আসে এবং এক পর্যায়ে জাহাঙ্গীর আলম এর হাতে তুলে দেয় শিল্পীকে । জাহাঙ্গীর আলম শিল্পীকে নিয়ে যায় একটা বাড়ি তে আটকে রাখে প্রায় ৮ থেকে ৯ দিন তখন শিল্পী সুযোগ বুঝে এক ফাকে পালিয়ে যায় তার মাকে ফোন দেয় এবং বিকাশে টাকা আনে ২৫০০০ হাজার এবং ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা করে অবৈধ ভাবে কিন্তু সেখান থেকেও জাহাঙ্গীর আলম তাঁকে ধরে নিয়ে আসে এবং রংপুরে একটা বাড়িতে তাঁকে ধরে নিয়ে যায় আটকে রাখে এবং হুজুর ডেকে নিয়ে আসে জোর করে বিয়ে করে তারপরে শিল্পী বাধ্য হয়ে তার সংসার করে (২০১৬ সালের ঘটনা) তার একটা বর্তমানে ৭ বছর বয়সী ছেলে সন্তান রয়েছে । জাহাঙ্গীর আলমের বয়স বর্তমানে ৬০ বছর ও শিল্পীর বয়স ৩২ বছর জাতিও সনদপত্রে উল্লেখিত আছে। জাহাঙ্গীর আলম লোকটা প্রায় তাঁকে মারধর করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শিল্পী গার্মেন্টস এ চাকরি করত এবং মুখ বুঝে জাহাঙ্গীর আলমের সব সজ্জ করত যেহেতু তাদের একটি ছেলে আছে । বলে  রাখা ভালো জাহাঙ্গীর আলমের যত সয় সম্পত্তি তার আগের ছেলে মেয়ে দের কে মেয়ে জামাই সহ সবাই কে সবকিছু লিখে দেয় কিন্তু শিল্পীর ঘরের যে সন্তান আছে তাঁকে কিছুই দেয়নি । শিল্পী এটাও জানায় জাহাঙ্গীর আলমের চরিত্র অনেক খারাপ সে বিভিন্ন মেয়েদের সাথে অবৈধ কার্যকলাপে লিপ্ত থাকে এভাবেই টাকা পয়সা নষ্ট করে বেড়ায় । বর্তমানে তার কোনো কিছুই নেই ।৩১শে ডিসেম্বর ২০২৪ এমন ভাবে তাঁকে মারা হয় যার জন্য তাঁকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যেতে হয়। একপর্যায়ে শিল্পী ওই অবস্থায় থানায় যেয়ে অভিযোগ জানায় যা বর্তমানে তদন্ত চলাকালীন অবস্থায় আছে। শিল্পী তার হাত থেকে মুক্তি পেতে চায় নিজে বাঁচতে চায় তার ছেলে কে নিয়ে সে ভালো থাকতে চায় কিন্তু জাহাঙ্গীর আলম তাঁকে কোনোভাবেই সস্তি দিচ্ছে না এখন বর্তমানে জাহাঙ্গীর এর কাছেও তার ছেলে আছে এবং শিল্পী আত্মগোপনে আছে কিন্তু শিল্পি তার ছেলে কে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে। 

  • নিউজ ভিউ ৮১