হ্যাকারদের কৃত্রিম বুদ্ধিমত্তা ওয়ার্মজিপিটি

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, সময়ঃ ১০:৫৫


টেক জগতের ধোঁয়াশা নিয়ে আলোচনা হয় এমন ফোরামগুলোতে সম্প্রতি ঘুরেফিরে একটি বিষয়ই আসছে। পার্সোনালাইজড ফিশিং লিংক বললেই চ্যাটজিপিটির কথা মাথায় আসতে পারে। তবে বাস্তবে ওয়ার্মজিপিটি নামক কৃত্রিম বুদ্ধিমত্তাটি এমন করছে বলে জানা গেছে।
২০২২ সালের নভেম্বর চ্যাটজিপিটি চালু হওয়ার পর থেকেই সাইবারসিকিউরিটির ঘাটতি বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। ২০২৪ সালে প্রযুক্তিখাতে নতুন পরিবর্তন আসতে চলেছে। সাইবার অপরাধও যে বাড়বে অনেকে সে কথাও উদ্বেগের সঙ্গে জানিয়েছেন। যেসব দেশে ইংরেজিভাষী কম সেসব দেশে ফিশিং লিংক বেশি ব্যবহৃত হচ্ছে।
কারণ ইংরেজি বলে এমন রাষ্ট্রে ব্যবহারকারীরা সহজেই শনাক্ত করতে পারেন সমস্যা আসলে কোথায়। বানানগত ভুল থেকেও তারা বুঝতে পারেন ফিশিং লিংক।
২০২৪ এ তাই হ্যাকারদের অনেক সম্ভাবনা। ওয়ার্মজিপিটি বিভিন্ন ফিশিং লিংক যাচাই করে আরও নিঁখুতভাবে ফিশিং লিংক তৈরি করতে পারবে। বায়মেট্রিক হ্যাকিং এর সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।