দুই দশক অপেক্ষার অবসান!

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, সময়ঃ ১০:০২


দুই দশকের ক্যারিয়ারে একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী এমা স্টোন। সিনেপ্রেমীদের ভালোবাসা অর্জনের পাশাপাশি এরইমধ্যে নিজের ঝুলি পূর্ণ করেছেন চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার, গোল্ডেন গ্লোব, বাফটাসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায়।

তবে এর আগে একাধিবার হলিউডের সম্মানজনক পুরস্কার ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডে মনোনয়ন পেলেও পুরস্কার ঘরে তুলতে পারেননি তিনি। এবার সেই অপেক্ষার পালাও শেষ হলো। ক্রিটিকস চয়েজের এবারের আসরে সেরা অভিনেত্রীর মুকুট পরলেন তিনি।

গত রবিবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসে আয়োজিত এই আসরে ‘পুওর থিংস’ সিনেমার জন্য এই পুরস্কার জিতেছেন এমা স্টোন। এছাড়া এবারের আসরে সবাইকে চমকে দিয়ে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন পল জিয়ামাটি। ‘দ্য হোল্ডওভার’ সিনেমার জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

তবে গোল্ডেন গ্লোবের মতো ক্রিটিকস চয়েজেও বাজিমাত করেছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’। আসরে সর্বোচ্চ ৮টি পুরস্কার জিতেছে সিনেমাটি। এর মধ্যে আছে সেরা সিনেমা, সেরা পরিচালক, পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা, সেরা সিনেমাটোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পুরস্কার।

এছাড়াও গ্রেটা গারইগ পরিচালিত ‘বার্বি’ জিতেছে ৬টি পুরস্কার। সেরা মৌলিক চিত্রনাট্য, রূপসজ্জা, প্রোডাকশন ডিজাইনসহ কয়েকটি শাখায় পুরস্কার জিতেছে সিনেমাটি। পাশাপাশি সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে ‘অ্যানাটমি অব অ্যা ফল’ সিনেমাটি। ‘সাকসেশন’ সিনেমাটি ঘরে তুলেছে সেরা ড্রামা সিরিজের পুরস্কার।


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।