নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM
প্রতিবেদন প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, সময়ঃ ০৯:৫৮
বলিউডের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানকে রাতে রাস্তায় গাড়ি থামিয়ে গান শোনালেন এক ফরাসী নারী। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ আর রহমান গিয়েছিলেন বিদেশে। রাতের বেলায় গাড়ির সামনের সিটে বসে থাকতে দেখা যায় জনপ্রিয় এই গায়ককে। তারপর এক ফরাসী নারী গিটার হাতে এসে তাকে গান শোনান।তার গাওয়া গানটি মুগ্ধ হয়ে শোনেন রহমান। আবার নিজের মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করেন। সেই গাওয়া গানটি ছিল এ আর রহমানেরই। ১৯৯৭ সালে তার ‘মা তুঝে সালাম’ অ্যালবামের গান। গায়কের সম্মতি নিয়েই গিটার বাজিয়ে ‘বন্দেমাতরম’ গানটি গাইলেন বিদেশিনি।গতবছর ইতিহাস নির্ভর সিনেমা ‘পিপ্পা’-এর সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন এ আর রহমান। সিনেমায় তিনি ব্যবহার করেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ‘কারার ওই লৌহ কপাট’ গানটি। তবে নজরুলের সুরে নয়, কবির গানের কথায় নিজের মনগড়া সুর প্রয়োগ করেছেন রহমান।
আর তাতেই খেপেছিলেন নেটিজেনরা। কবির গান বিকৃত হওয়ায় সমালোচনা করেছেন নজরুল অনুরাগীরাও। অস্কারজয়ী সুরকারের কাছে এমন ভুল আশা করেননি ভারতের দুই বিশিষ্ট সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র ও প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।
গানটি সরাতে হাইকোর্টের নির্দেশ দেয়া হয়েছে অস্কারজয়ী এই শিল্পীকে।
© অপরাধ সূত্র ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।