নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM
প্রতিবেদন প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, সময়ঃ ০৯:৪১
কর্মজীবনের ১২তম বছরে পা দিলেন ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যরা। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এই দীর্ঘ সময়ে দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করেছে সংগঠনটি।নিজেদের অর্থে অসহায় মানুষদের জন্য ঘরও নির্মাণ করে দিয়েছেন সংগঠনের সদস্যরা। বিশেষ করে করোনাকালে যখন সবাই অনেকটা ঘরবন্দি ছিলেন তখন সংগঠনটির সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিরন্ন মানুষের হাতে খাবার তুলে দিয়েছেন। যা বেশ প্রশংসা কুড়িয়েছিল।
এদিকে চাকরি জীবনের ১১বছর পূর্তি উপলক্ষ্যে এ বছর রাজধানীর জাতীয় জাদুঘরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৯ জানুয়ারি বিকেলে এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সামনে জনপ্রিয় সব গান পরিবেশন করবেন দেশের বরেণ্য সঙ্গীতশিল্পী জেমস। সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী এ কথা জানান। অনুষ্ঠান উপস্থাপনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক আকতারুন নেছা।
চাকরি জীবনের ১২বছরে পদার্পণের শুভক্ষণে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সবাই নিজ নিজ দফতরে পেশাগত কাজ করলেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করার চেষ্টা করছি। এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে।
© অপরাধ সূত্র ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।