নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM
প্রতিবেদন প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, সময়ঃ ১১:০৬
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে আগামী বছর অনুষ্ঠেয় রিপাবলিকান পার্টির প্রাইমারিতে (প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়নের লড়াই) অযোগ্য ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। গত ২৮ ডিসেম্বর অঙ্গরাজ্যটির শীর্ষ নির্বাচনী কর্মকর্তা এক রুলে মেইনে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করেন। মেইনের সেক্রেটারি অব স্টেট শেনা বেলোসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার অঙ্গরাজ্যটির সর্বোচ্চ আদালতে আপিল করেন ট্রাম্প। তিনি তাঁর আপিলে সিদ্ধান্তটি বাতিলের জন্য আদালতের কাছে আরজি জানিয়েছেন। মেইনের প্রাইমারিতে ট্রাম্পকে অযোগ্য ঘোষণার ক্ষেত্রে মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর বিদ্রোহসংক্রান্ত ধারার কথা উল্লেখ করেছিলেন অঙ্গরাজ্যটির শীর্ষ নির্বাচনী কর্মকর্তা। তিনি তাঁর রুলে বলেছিলেন, ট্রাম্প বিদ্রোহে উসকানি দিয়েছেন। তাঁর উসকানিতেই ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গা হয়। এ কারণে তিনি নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য।
© অপরাধ সূত্র ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।