নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM
প্রতিবেদন প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, সময়ঃ ০৯:২৮
২০২২ সালে রোমাকে কনফারেন্স লিগ জিতিয়েছেন, গত বছর তুলেছিলেন ইউরোপা লিগের ফাইনালেও। তবে রোমার সঙ্গে জোসে মরিনিওর বিচ্ছেদ ঘটে গেল। মরিনিও ও তাঁর পুরো কোচিং স্টাফকেই বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। ২০২১ সালের মে মাসে ক্লাবের ৬০তম কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছিল রোমা।
এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ক্লাবে আসার পর থেকে তাঁর আগ্রহ এবং প্রচেষ্টার জন্য আমরা এএস রোমার সকলের পক্ষ থেকে জোসেকে ধন্যবাদ জানাতে চাই। আমরা জোসে এবং তার সহকারীদের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই।’
২০২১ সালের এপ্রিলে টটেনহাম থেকে বরখাস্ত হওয়ার দুই সপ্তাহ পরই মরিনিও যোগ দিয়েছিলেন রোমায়। কনফারেন্স কাপ আর ইউরোপা লিগে সাফল্য থাকলেও সিরি ‘এ’তে রোমা খুব একটা ভালো করতে পারেনি। মরিনিও যোগ দেওয়ার পর শেষ হওয়া দুটি লিগেই রোমা শেষ করেছে লিগের পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। চলতি মৌসুমেও অবস্থা ভালো নয়। লিগে পয়েন্ট তালিকার ৯ নম্বরে। জয় পায়নি সর্বশেষ তিন ম্যাচে।
© অপরাধ সূত্র ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।