ঢাকা আসতে চায় ইস্ট বেঙ্গল ক্লাবও

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, সময়ঃ ০৯:২৩


অনেক অপেক্ষার পর ইস্ট বেঙ্গলের সেই লাল-হলুদ জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের উইংগার সানজিদা আক্তার। এই জার্সি গায়ে খেলেছেন শেখ মো. আসলাম, মোনেম মুন্না, রুমি, গোলাম গাউসরা। ১৯৯১ সালে ইস্ট বেঙ্গল ক্লাবকে লিগ চ্যাম্পিয়ন করিয়েছেন তারা।গত বছর আগস্টে কলকাতায় এই সব ফুটবলারকে সম্মাননা দিয়েছে। ইস্ট বেঙ্গল ক্লাব আঙিনায় সেই স্মরণীয় অনুষ্ঠানে কানাডা প্রবাসী রুমি ছাড়া সবাই হাজির ছিলেন সেদিন। এবার ইস্ট বেঙ্গল ক্লাবে খেলবেন সানজিদা। ইস্ট বেঙ্গল ক্লাব বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে চায়।গতকাল সন্ধ্যায় কলকাতা থেকে ইস্ট বেঙ্গল ক্লাবের নারী দলের ম্যানেজার ইন্দ্রানী সরকার জানিয়েছেন, ‘আমরা বাংলাদেশে গিয়ে সিনিয়র দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চাই। এটা এপ্রিল হোক কিংবা মে মাসেও খেলা যাবে। যদি বাফুফে রাজি থাকে।’ ইস্ট বেঙ্গল ক্লাব এবং বাফুফের মধ্যে আলোচনা করে নির্ধারিত হবে এ ধরনের প্রীতি ম্যাচ খেলা যাবে কি না।


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।