নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM
প্রতিবেদন প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, সময়ঃ ০৯:২০
ফিলিস্তিনি নারী ফুটবল দল বাংলাদেশে আসবে। তারা ফিফা প্রীতি ম্যাচ খেলবে বলে নিশ্চিত করেছে বাফুফে। আগামী মাসেই খেলা হবে। কোন তারিখে হবে সেটি নিশ্চিত করা হয়নি। ফিফা উইনডোতে খেলা হবে বলে জানায় বাফুফে।১৩ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে দুটি ম্যাচ হবে বলে জানিয়েছে বাফুফে।
যুদ্ধে ধ্বংস হয়ে যাচ্ছে ফিলিস্তিন। ইসরাইলি হামলায় দেশের করুণ অবস্থা চললেও তাদের ফুটবল দল থেমে নেই। এই মুহূর্তে ফিলিস্তিন পুরুষ ফুটবল কাতারের দোহায় এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলছে। পরশু রাতে কাতারের এডুকেশন সিটির স্টেডিয়ামে ইরানের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে ফিলিস্তিন। আগামী ২১ মার্চ ঢাকায় আসবে ফিলিস্তিন, বাংলাদেশের বিপক্ষে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে।
গত ডিসেম্বর সিঙ্গাপুর নারী ফুটবল দল ঢাকায় সাবিনাদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল। সৌদি আরবের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা উঠলেও সৌদি রাজি হয়নি। পরে বাফুফে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করে এবং ফিলিস্তিন নারী দল বাংলাদেশে আসতে রাজি হয়। আন্তর্জাতিক র্যাংকিংয়ে ফিলিস্তিন ১৩৬ নম্বরে আর বাংলাদেশ ১৪০তম স্থানে।
© অপরাধ সূত্র ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।