নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM
প্রতিবেদন প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, সময়ঃ ০৯:১৩
এক সঙ্গে প্রিমিয়ার ফুটবল এবং ফেডারেশন কাপ ফুটবলের খেলা চলছে। গত ২২ ডিসেম্বর শুরু হয় প্রিমিয়ার লিগ। মাঝে ২৬ ডিসেম্বর শুরু হয় ফেডারেশন কাপ। এরপর লিগের খেলাই চলছিল। ২০ দিন পর ফেডারেশন কাপের ম্যাচ হচ্ছে আজ।
ঢাকায় আবাহনী এবং গোপালগঞ্জে মোহামেডান খেলবে। ঢাকায় কিংসের মাঠে বিকাল পৌনে ৩টায় আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। একই সময়ে গোপালগঞ্জে মোহামেডানের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী।লিগে আবাহনীর অবস্থান খুব ভালো না। তিন ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ১টি। সঙ্গে রয়েছে হার এবং ড্র। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ম্যাচের ৮৮ মিনিটে পাওয়া গোলটা আবাহনীর প্রান বাঁচিয়েছিল। ফেডারেশন কাপে আবাহনীর প্রথম ম্যাচ আজ।
প্রতিপক্ষ ব্রাদার্সের অবস্থাও ভালো না। তারা ৩ ম্যাচের ১টি ড্র, দুই ম্যাচে ১০ গোল হজম করেছে। আর সবমিলিয়ে ৩ ম্যাচে ব্রাদার্স গোল করেছে ৫টি এবং হজম করেছে ১২টি। গাম্বিয়ান কোচ ওমর সিসেকে এনেছে ব্রাদার্স। এর আগে ওমর সিসে শেখ জামালের কোচ ছিলেন। ফেডারেশন কাপে মোহামেডানেরও আজ প্রথম ম্যাচ। প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী ৩ ম্যাচে ১ ড্র এবং ২ হার নিয়ে বাজে পরিস্থিতিতে রয়েছে।
© অপরাধ সূত্র ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।