নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM
প্রতিবেদন প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, সময়ঃ ০৯:০৯
গেল ডিসেম্বরে স্বাগতিক আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো পুরুষ দল হিসেবে এশিয়া কাপ শিরোপা জেতে বাংলাদেশ অনূধ্ব-১৯ দল। ঐ শিরোপা জয়ের পর থেকেই যুব টাইগারদের নিয়ে বড় স্বপ্ন দেখতে শুরু করে দেশের ক্রিকেট সমর্থকরা। আসন্ন ওয়ানডে বিশ্বকাপেও তারা দাপট দেখাবে বলেই আশা করে রয়েছে সবাই।
তবে মূল পর্বের খেলার আগে প্রস্তুতি ম্যাচেই লঙ্কানদের বিপক্ষে বড় ব্যবধানে হারের স্বাদ নিয়েছে যুব টাইগাররা। দক্ষিণ আফ্রিকায় আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আর এই আসরের আগে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। আর সেখানেই খেয়েছে ধাক্কা। বৃষ্টি আইনে হেরেছে ১১২ রানে।মূল পর্বের খেলা শুরুর আগে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ম্যাচটা অনুষ্ঠিত হবে আগামীকাল। গতকাল প্রেটোরিয়াতে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে টস ভাগ্যে হেরে যায় টাইগার অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। আগে ব্যাট করতে নেমে ওপেনার পুলিন্দু পেরেরার হাফসেঞ্চুরি ও বাকি ব্যাটারদের উল্লেখযোগ্য ভূমিকায় ৯ উইকেটে শুরুতে ২৩৮ রান তুলে শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে ম্যাচের পরিধি নেমে এসেছিল ৪৯ ওভারে। লঙ্কানদের ইনিংসে বল হাতে দারুণ করেছিলেন টাইগার লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি। ২৬ রানে নেন সর্বোচ্চ দুই উইকেট। এছাড়া একটি করে নিয়েছেন ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রাফিউজ্জামান রাফি।
পরে আবার বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য নির্ধারিত হয় ৩৬.২ ওভারে ২৩২। কিন্তু ব্যাট হাতে কিছুই করতে পারেনি যুবারা। সবাই ছিলেন ব্যাট হাতে ব্যর্থ। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১১৯ রানে থেমেছে তাদের ইনিংস। সর্বোচ্চ ২৬ রান আসে জিশান আলমের ব্যাট থেকে।
© অপরাধ সূত্র ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।