ফরচুন বরিশালের অধিনায়ক তামিম

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, সময়ঃ ০৯:০৬


দরজায় কড়া নাড়ছে দশম বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আগামী শুক্রবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে এই আসরটি। এই টুর্নামেন্টের দ্বিতীয় দিন রংপুর রাইর্ডাসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল।এই দলে রয়েছে টাইগারদের পঞ্চপান্ডবের তিন পান্ডব তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। এছাড়াও শোয়েব মালিক, দীনেশ চান্দিমাল, ডেভিড মিলার, ফখর জামান, মেহেদি হাসান মিরাজদের মত তারকা খেলোয়াড়রা রয়েছে এই ফ্রাঞ্চাইজিতে। তবে তাদের মধ্যে দলনেতা কে হবে এতদিন ছিলো অজানা। কিন্তু সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বরিশালের কোচ জানিয়ে দিয়েছেন অধিনায়ক হচ্ছেন বাংলাদেশ দলের ওয়ানডে ফরম্যাটের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।এবারের বিপিএল মাঠে গড়াতে বাকী আর তিনদিন। এতদিন মিরপুরে বরিশালের খেলোয়াড়দের অনুশীলন করতে দেখা গেলেও। গতকাল দলটি অনুশীলন করেছে পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। সেখানে তারা ম্যাচের মত করে সেরেছেন প্রস্তুতী। তারপরই গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের অধিনায়কের নাম নিশ্চিত করেছেন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল। বলেন, ‘তামিমই অধিনায়ক হবে বরিশালের। ম্যাচ বাই ম্যাচ তো অধিনায়ক করা হয় না ওভাবে। আশা করি, পুরো টুর্নামেন্টেই তামিম অধিনায়কত্ব করবে।’ এর আগে সবশেষ আসরে এই দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন বর্তমান টাইগার তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান।

পিঠের চোট-অভিমান সব কিছু মিলিয়ে লম্বা সময় ধরেই মাঠের বাহিরে তামিম। সবশেষ তাকে মাঠে দেখা গিয়েছিলো ওয়ানডে বিশ্বকাপের আগে ঘরের মাটিতে অনুষ্ঠিত হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে। পরে বিশ্বকাপ স্কোয়াডে তাকে না রাখা হলে এরপর থেকেই ২২গজের বাহিরে দেশ সেরা এই অপেনার। তবে বিপিএলকে সামনে রেখে আবারও অনুশীলন করছেন তিনি। সম্প্রতি ব্যাটিং করা শুরু করেছেন তামিম। গত কয়েক দিনের অনুশীলনে তামিমের উন্নতি দেখে খুশি কোচ বাবুল এবং তামিম নিজেও।তামিমের ফিটনেস সম্পর্কে বাবুল জানান, ‘তামিমের সাথে আমার কথা হয়েছে। সে নিজেও বলেছে যে ব্যাটিং করে এখন স্বাচ্ছন্দ্যবোধ করছে, ভালো লাগছে। শতভাগ ফিট আছে। আমার কাছে মনে হয়েছে খুব ভালো অবস্থায় আছে। মিরপুরে যখন আমরা অনুশীলন করেছিলাম আমার কাছে মনে হয়েছিল খুবই ভালো অবস্থানে। আজকে (গতকাল) আরো ভালো শেপে আছে।’


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।