নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM
প্রতিবেদন প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, সময়ঃ ০৬:৫৭
সেই সভা থেকে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে প্রশ্ন তোলা হয়। বিক্ষুব্ধ নেতারা তৃণমূলের অমত সত্ত্বেও নির্বাচনে যাওয়ায় জাতীয় পার্টির (জাপা) শীর্ষ নেতৃত্বের ‘নৈতিকতা’ নিয়ে প্রশ্ন তোলেন। এ ছাড়া সভায় জাপার নেতৃত্বের বিরুদ্ধে নির্বাচনকে কেন্দ্র করে অর্থের লেনদেনসহ নানা আভিযোগ আনা হয়।
বিক্ষুব্ধ নেতা–কর্মীদের অভিযোগ নাকচ করে দিয়ে জাপা চেয়ারম্যান জি এম কাদের গতকাল প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের জন্য কাউকে তো ডেকে আনা হয়নি। তখনই বলা হয়েছিল, পার্টি কোনো আর্থিক সহযোগিতা করতে পারবে না। যাঁদের আগ্রহ ছিল, তাঁরা নির্বাচন করেছেন। এখন এসব করা হচ্ছে ষড়যন্ত্র থেকে।’
তৃণমূলের অমত সত্ত্বেও নির্বাচনে যাওয়ার বিষয়ে জি এম কাদের বলেন, ‘তৃণমূল আমাকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছিল। সিদ্ধান্ত নেওয়ার আগে আমি সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেছি। এর বাইরে নির্বাচনে যাওয়ার জন্য আরও কী কী হয়েছিল, সেটা আর বলতে চাই না।’
© অপরাধ সূত্র ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।