নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM
প্রতিবেদন প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, সময়ঃ ০৬:৪৩
জিএম কাদের স্ত্রীর জন্য জাতীয় পার্টি (জাপা) বিক্রি করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার দুপুরে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী মহিলা দলের এ অনুষ্ঠানে রিজভী বলেন, ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়া গৃহবন্দি। সরকারের পথের কাঁটা বলেই গত ছয় বছর ধরে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে। সরকার বিরোধীদলগুলোর ওপর নিপীড়ন চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পিতভাবে বিরোধীদলগুলোর ওপর নিপীড়ন চালাচ্ছে। এর মধ্যেও সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজপথে বিএনপি আন্দোলন চালিয়ে যাবে।
© অপরাধ সূত্র ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।