বাংলাদেশ-পাকিস্তান একে অপরকে সহযোগিতা করে যাবে–ড. ইউনূসকে জেনারেল সাহির

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ২৬ অক্টবার ২০২৫, সময়ঃ ০২:৩৩



অপরাধ সূত্র  ডেস্ক

বাংলাদেশ-পাকিস্তান একে অপরকে সহযোগিতা করে যাবে–ড. ইউনূসকে জেনারেল সাহির
পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। জেনারেল মির্জা বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, যা দুই দেশের জনগণের বন্ধনকে আরও মজবুত করতে পারে।

“আমাদের দুই দেশ একে অপরকে সহযোগিতা করবে,” — বলেন জেনারেল সাহির শামশাদ মির্জা।


তিনি উল্লেখ করেন, করাচি ও চট্টগ্রামের মধ্যে দ্বিমুখী নৌপথের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে, এবং আগামী কয়েক মাসের মধ্যেই ঢাকা–করাচি আকাশপথ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৈঠকে উভয় পক্ষ মধ্যপ্রাচ্য ও ইউরোপের উত্তেজনা কমানো, এবং অ-রাষ্ট্রীয় পক্ষের মাধ্যমে ভুল তথ্য ও সামাজিক মাধ্যমের অপব্যবহার রোধে বৈশ্বিক উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “মিথ্যা খবর ও ভুল তথ্যে সামাজিক যোগাযোগমাধ্যম প্লাবিত হয়েছে। এটি বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই বিপদ মোকাবিলায় একটি সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টা জরুরি।”

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ, এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।