রাজউকের সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ্ আল মামুন এর বিরুদ্ধে অভিযোগের পাহাড়।

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, সময়ঃ ১২:৫৩


আবুল বাশার :

 

রাজউক জোন ৩ এর উপ-জোন ২ এর সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ্ আল মামুন এর বিরুদ্ধে অভিযোগের পাহাড় গড়ে উঠেছে। কেবল মাত্র মার্চ"২৫ মাসেই তাহার নামে বেলায়েত হোসেন, এনায়েত হোসেন ও মাজেদুল ইসলাম সবুজ নামের ৩ ব্যাক্তি দূর্নীতি দমন কমিশন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সহ রাজউক এ লিখিত অভিযোগ প্রদান করেন।

অভিযোগ পত্র সমূহ থেকে জানতে পারা যায়, বেলায়েত হোসেন ২৮৩/৩, গ্রীন রোড, থানা কলাবাগান, ঢাকা, দুদক চেয়ারম্যান এর নিকট ০৯/০৩/২০২৫ খ্রী. তারিখে অভিযোগ প্রদান করেন। এনায়েত হোসেন মিরপুর সেকশন ১, ব্লক-ই, রোড-৫, বাড়ি নং-১৭, মিরপুর, ঢাকা, রাজউক চেয়ারম্যান বারাবর ১০-০৩-২০২৫ খ্রী. অভিযোগ প্রদান করেন। একই তারিখে এনায়েত হোসেন গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর অভিযোগ করেন। এছাড়াও মাজেদুল ইসলাম সবুজ, বিশেষ প্রতিনিধি দৈনিক আলোকিত প্রতিদিন, ২২, ইন্দিরা রোড, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা, ১৯/০৩/২০২৫ খ্রী. তারিখে অভিযোগ প্রদান করেন রাজউক চেয়ারম্যান বরাবরে। সকলের অভিযোগ থেকে জানতে পারা যায়:
(১) সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ্ আল-মামুনকে মোটা অংকের ঘুষ দিয়ে মিরপুর সেকশন ১ এর ব্লক-জি, রোড-৫, প্লট-৫ এ পৌনে দুই কাঠা পরিমাণের ভূমিতে বেজমেন্ট করে ভবন নির্মাণ করছে ভূমি মালিক।
(২) মিরপুর সেকশন ১ এর ব্লক-জি, রোড-৩, প্লট-১৫ এ পৌনে দুই কাঠা পরিমাণের ভূমিতে সেটব্যাক পরিবর্তন করে নিচ তালায় ৫০% জায়গা ফাঁকা রেখে ভবন নির্মাণের কথা থাকলেও মাত্র ২৫% জায়গা ফাঁকা রেখে ভবন নির্মাণ করছেন ভূমি মালিক সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ্ আল-মামুনের সিন্ডিকেট এর মাধ্যমে। এই ভবন থেকে আব্দুল্লাহ্ আল-মামুন লক্ষাধীক টাকার উপরে উৎকোচ নিয়েছেন প্লট মালিকের নিকট থেকে।
(৩) চিড়িয়াখানা রোডের মিরপুর সেকশন ২, ব্লক-ডি, প্লট-৭৬ এ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও রাজউকের  কোন প্রকার নকশা অনুমোদন না নিয়ে ৪ তলা বানিজ্যিক ভবন নির্মাণ করে স্বপ্ন সুপার সপ সহ বেশকয়েকটি রেস্টুরেন্টে করা হয়েছে। সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ্ আল-মামুন ও তার সিন্ডিকেট  উক্ত ভবন থেকে প্রায় ২০(কুড়ি) লক্ষ টাকা এককালীন উৎকোচ নিয়েছেন এছাড়াও প্রতি মাসে নিয়মিত মাসোহারা গ্রহন করেন প্লটের দখলদারদের পক্ষ থেকে।
(৪) মিরপুর সেকশন ১ এর ব্লক-জি, রোড-১, প্লট-১ এ অবৈধভাবে নির্মিত নাছিম টাওয়ার জনৈক নাছিম দোকান ভাড়া নিয়ে ৪ তালা নির্মাণ করে যার নেই কোন রাজউক অনুমোদন। ভবন টির বিষয়ে উচ্ছেদের সুপারিশ থাকলেও সহকারী অথরাইজড অফিসার বিপুল পরিমান অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিয়ে রাখেন এবং প্রতিমাসে মাসোহারা গ্রহন করোন নিয়মিত।
(৫) জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মালিকানাধীন মিরপুর সেকশন ১ এর ব্লক-ই, চিড়িয়াখানা রোডের ৪০ ও ৪১ নং প্লটে রাজউকের অনুমোদন ছাড়াই নির্মান করা হয় ৪ তলা বিশিষ্ট বানিজ্যিক ভবন যেখানে রেস্তোরা ও শপিংমল ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ্ আল মামুন এই ভবনের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেয়া থেকে বিরত থাকেন মোটা অংকের উৎকোচ গ্রহণের বিনিময়ে। সেই সাথে প্রতি মাসে গ্রহন করে থাকেন মোটা অংকের মাসোহারা। এছাড়াও তাহার সিন্ডিকেটভূক্ত ইমারত পরিদর্শকদের দিয়ে নির্মাণাধীন ভবন মালিক পক্ষের লোকজনদের অফিসে ডেকে এনে ভবন ভেঙে দেয়া, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার মত বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

রাজউক জোন ৩ এর উপ জোন ২ এর অথরাইজড অফিসার শেগুপ্তা শারমিন আশরাফ দায়িত্ব বুঝে নেয়ার পর থেকে বেশ কয়েক মাস দেশে ও বিদেশে ট্রেনিং এ থাকাকালীন সময়ে এবং তাঁহার মা দীর্ঘ দিন অসুস্থ থাকার সুবাদে আব্দুল্লাহ্ আল মামুন এহেন অপকর্মের সাথে জড়িয়ে পড়েন তাহার অনুসারী ইমারত পরিদর্শকদের নিয়ে। সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ্ আল মামুন তাহার উর্ধতন কর্মকর্তাদের আদেশ নির্দেশ অমান্য করা সহ অসদাচরণের অভিযোগ পাওয়া যায়।

অভিযোগ সংক্রান্তে সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ্ আল মামুন এর নিকট জানতে চাইলে তিনি এবিষয়ে কোন কথা না বলে তাহার অফিস কক্ষ থেকে বেড়িয়ে যান।

অভিযোগ প্রদনকারী ব্যক্তিগণ সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ্ আল মামুনের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোড় দাবি জানান।


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।