ইমারত পরিদর্শকদের দূর্নীতি ও ভবন নির্মাণকারীদের বিধি লঙ্ঘন ঠেকাতে রাজউক চেয়ারম্যান এর হস্তক্ষেপ কামনা।

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, সময়ঃ ০৫:৫০


বিশেষ প্রতিনিধি :
পরিকল্পিত নগরায়নের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের ভূমিকা নিয়ে  প্রশ্ন দিন শেষে থেকেই যায়, শুধু মাত্র ইমারত পরিদর্শকদের কারনেই। ইমারত পরিদর্শকদের কর্তব্যে অবহেলা, নোটিশ বানিজ্য ও উচ্ছেদের ভয় দেখিয়ে উৎকোচ আদায় এখন দৈনন্দিন রুটিনের অংশ। আর এই কারনেই নির্মাণাধীন ভবনে দেখা যায় না রাজউকের ভবন নির্মাণ বিধি যথাযথ অনুসরণ করে নির্মাণ হতে। ভবন নির্মাণকারীদের নিকট থেকে জানতে পারা যায়, রাজউক কর্মকর্তাদের যে পরিমাণ উৎকোচ দিয়ে থাকি তা কড়ায়গণ্ডায় পুষিয়ে নিতে হয় ডেভিয়েশন করে। কোন কোন ক্ষেত্রে সেটব্যাকও পরিবর্তন করতে হয়, ছাদ উঠিয়ে দিতে হয় ফুটপাত বা রাস্তার উপর। এমন-ই কিছু ভবনের হাল চিত্র তুলে ধরা হলো প্রতিবেদনে। মিরপুর সেকশন ৬ এর ডি ব্লক ৪ নং রোডের ৫ নং প্লট, ৫ নং লেনের ৩০ নং প্লট, সি ব্লক ৬ নং রোডের ৪৯ ও ৫০ নং প্লট; মিরপুর সেকশন ২ এর এ ব্লক ১ নং রোডের ২ নং প্লট, বি ব্লক ২ নং রোডের ৩ নং প্লট, ১২ নং রোডের এভিনিউ ১ এর ১০ নং প্লট, চ ব্লকের ২ নং রোডের ১৪৬-১৪৭ নং প্লট, ৬ নং রোডের ১৭৬-১৭৭ নং প্লট, এফ ব্লকের ১ নং রোডের ২১-২২ নং প্লট, জি-১ ব্লকের রোড ১২ এভিনিউ ৩ এর ৪ নং প্লট, ডুইপ এর ১২ নং রোডের ২-৩ নং প্লট সহ আরো অনেক নির্মাণাধীন প্লট রয়েছে যাহাদের ভবনের ছাদ প্লটের সীমানা প্রাচীরের বাহিরে এবং প্লটের পিছনে ৩-৪ ফুট বর্ধিত করে নির্মাণ কাজ চলমান রয়েছে যা দেখে প্রতীয়মান হয় এই এলাকার ইমারত পরিদর্শক কতটা সৎ এবং তাঁর দায়িত্ব কতটা সে পালন করছে। উল্লেখ্য নির্মাণাধীন ভবন সমুহের দায়িত্বরত নির্মাণকারীদের নিকট থেকে জানতে পারা যায় যে, রাজউকের ইমারত পরিদর্শক সোলাইমান হোসেন ভবন সমুহ পরিদর্শন করে বিপুল অংকের উৎকোচ গ্রহণের বিনিময়ে সুন্দর ও সাবলীলভাবে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছি। মাঠ পর্যায়ে অভিযোগ পাওয়া যায় ইমারত পরিদর্শক সোলাইমান হোসেন প্রতি মাসে এসকল ভবন থেকে মাসোহারাও নিয়ে থাকেন। ইমারত পরিদর্শক সোলাইমান হোসেন সহকারী অথরাইজড অফিসার মামুন এবং ২ জন প্রধান পরিদর্শক এর সহযোগিতা এহেন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে তাহাদের কয়েকজন সহকর্মী। এসকল অসৎ কর্মকর্তাদের বিভাগীয় তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করার জন্য নতুন নিয়োগ প্রাপ্ত চেয়ারম্যান এর হস্তক্ষেপ কামনা করেন অভিযোগকারী গণ। আগামী প্রতিবেদনে থাকবে, ভাষানটেক ও মানিকদি এলাকার হাল চিত্র বিধি লঙ্ঘন প্রতিযোগিতা ও ইমারত পরিদর্শকগণের রোজনামচা।
 
 

 


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।