অধ্যাপক সি আর আবরার আজ শপথ নেবেন

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, সময়ঃ ০৪:৩৪


অন্তর্বর্তীসরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক সি আর আবরার।বুধবার বেলা ১১টায় নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেবেন তিনি। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এতথ্যজানান। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক সি আর আবরার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। বাংলাদেশে তার প্রচুর লেখালেখি আছে। অনেক বিষয়ে তার একটিভিজম আছে। আমরা আশা করছি, তিনি শিক্ষা মন্ত্রণালয় দেখবেন। বর্তমানে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। নতুন একজন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারেপ্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা হবে ২৩ জন।

গত২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগকরেন নাহিদ ইসলাম। তিনি তথ্য সম্প্রচার এবংডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়েরদায়িত্বে ছিলেন। পরে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়েরদায়িত্ব পান মাহফুজ আলম। এবার আরেকজন নতুন উপদেষ্টা দায়িত্ব পাচ্ছেন।


 


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।