ছিনতাইয়ের প্রস্তুতিকালে বিদেশী সেভেন গিয়ার চাকুসহ ছিনতাই চক্র ‘‘রাকিব গ্রুপ’’এর প্রধান রাকিব গ্রেফতার

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৫, সময়ঃ ০৪:১৪


আমিনুল ইসলাম বাবু :
২৭ ফেব্রুয়ারি  বৃহস্পতিবার রাতে র‌্যাব-৪ ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন ১৪ নং ওয়ার্ড এর শেওড়াপাড়া, শামিম স্বরনী এলাকা হতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে বিদেশী সেভেন গিয়ার চাকু সহ আলোচিত ছিনতাই চক্র ‘‘রাকিব গ্রুপ’’ এর প্রধান রাকিব (২৫) ও তার অন্যতম সহযোগী মোঃ ফয়সাল (২৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে  জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী আলোচিত ছিনতাই চক্র ‘‘রাকিব গ্রুপ’’ এর সক্রিয় সদস্য এবং গ্রুপের অন্যান্য সদস্যগণ দীর্ঘদিন যাবত গ্রেফতারকৃত আসামী মোঃ রাকিব (২৬) এর নেতৃত্বে মিরপুর, কাফরুল ও পল্লবী থানাধীন বিভিন্ন এলাকায় বিদেশী চাকুসহ দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় চলাচলরত জনসাধারনের কাছ থেকে স্বর্ণলংকার, নগদ টাকা, মোবাইল, মানিব্যাগ, হাতঘড়িসহ মুল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল। বর্ণিত ‘‘রাকিব গ্রুপ’’ এর ভয়ে এলাকার সাধারন মানুষ আতঙ্কিত ছিল। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজধানীর শেরে বাংলা নগর, মিরপুর মডেল এবং কাফরুল থানায় একাধিক মামলা রয়েছে। 
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। অদূর ভবিষ্যতেও এরূপ ছিনতাইকারীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।