সফল ভাবে অনুষ্ঠিত হলো সাপ্তাহিক অপরাধ সূত্র পত্রিকার ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৫, সময়ঃ ০৫:৪৭


নিউজ ডেস্ক :

আজ ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় অবস্থিত সাপ্তাহিক অপরাধ সূত্র পত্রিকার কর্পোরেট অফিসে দিনব্যাপী আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয় ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকালে সম্পাদক জনাব শফিউল আজম এর সভাপতিত্বে, সাংবাদিক আমিনুল ইসলাম বাবুর  সঞ্চলনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে দিনভর অপরাধ সূত্র পত্রিকার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের পদচারণে মুখরিত হয়ে উঠে। স্বাগত জানানো হয় ফুলের শুভেচ্ছা। দিনব্যাপী চলে কেক, দেশী বিদেশী ফল ও মুখরোচক খাবারের আয়োজন। মধ্যাহ্ন ভোজের পর অপরাধ সূত্র পত্রিকার সাংবাদিকদের মাঝে বিতরণ করাহয় চলতি বছরের পরিচয়পত্র এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সম্পাদক মন্ডলীর সদস্যগণ। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময়- সম্পাদক নূর হাকীম, দৈনিক নতুন দিন- সম্পাদক ইদ্রিস আলী নান্টু, নির্ভীক সংবাদ- সম্পাদক একরামুল হক আসাদ, অগ্নি শিখা- সম্পাদক মোর্শেদ আলম, সাংবাদিক নার্গিস চৌধুরী, ফরিদ হোসেন, হোসেন মোহাম্মদ বাবলু, রাজ মোহাম্মদ, মোহাম্মদ আলী, ই.হোসেন  সহ প্রমুখ সাংবাদিকবৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও সফল করার জন্য উপস্থিত সকল সাংবাদিক ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।