সমিতির নামে হাতিয়ে নিয়েছে কোটি টাকা- মূল হোতা আরিফা গ্রেপ্তার

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৫, সময়ঃ ০৩:৫২


 

হাবিবুল্লাহ বাহার হাবিব 
সমিতির নামে প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। শত শত অসহায় মানুষের সঞ্চয়ের টাকা না  নিয়ে টালবাহানা করতে থাকে দীর্ঘদিন ধরে ।

ভিক্ষুক থেকে শুরু করে ছোটখাটো ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত চাকরিজীবী, ছাত্র-শিক্ষক, গৃহিণী, স্কুলসহ  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমিতিতে আমানত রাখে। শুরুর দিকে কিছু মুনাফা দেওয়ার কথা থাকলেও কয়েক বছর ধরে কোনো কিছুই দিচ্ছে না। বারবার আমানতের টাকা ফেরত চাইলেও টালবাহানা করতে থাকে। অবশেষে সমিতির নামে টাকা আত্মসাতের অভিযোগে পরিচালক ও ম্যানেজারের নামে থানায় মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় তদন্ত করে সমিতির পরিচালক আরিফা খাতুন (৪০) কে আটক করেছে সাতক্ষীরা থানা পুলিশ। আটক ওই নারী প্রিমিয়ার ইসলামী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ (যার রেজিঃ নং- ০২৭/সাত, তাং-০৩.১০.২০১১) এর পরিচালক ও মাছখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তবে সমিতির ম্যানেজার ও আটক ওই নারীর স্বামী কামরুল ইসলাম পলাতক আছে।
মামলা সূত্রে জানা যায়, বাদী দেবহাটা উপজেলার পারুলিয়া খেজুরবাড়িয়া এলাকার আজিজুর রহমানের মেয়ে রীণা পারভীন ও তার আত্মীয় পুলিশ সদস্য রত্না খাতুন, পুলিশ সদস্য ঝর্ণা খাতুন, হেনা খাতুন, রেজওয়ানা খাতুন, ইউসূুফ আলী, আমেনা খাতুন, রেশমা খাতুন, ইমরান ও রফিকুল গংদের কাছ থেকে সমিতির নামে ৩৪ লক্ষ ৩৭ হাজার টাকা গ্রহণ করে। যার প্রতিটি বইয়ে স্বাক্ষর করা আছে। শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থিত সমিতির কার্যালয় প্রতারক আরিফা খাতুন ও কামরুল ইসলামের বসত বাড়ীর নিচে অবস্থিত। সমিতির কার্যালয় তালাবদ্ধ অবস্থায় আছে জানতে পেরে ২০২৩ সালের ২০ নভেম্বর সকাল ১১টায় বাদী রীণা পারভীন সেখানে উপস্থিত হয়। এ সময় আসামী আরিফা ও স্বামী কামরুল তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারতে উদ্যত হয়। এমনকি তাদের হত্যার হুমকিও দেওয়া হয়। ঘটনার পর ২০২৩ সালের ২১ নভেম্বর সদর থানায় একটি লিখিত অভিযোগ করলে স্বাক্ষীদের সামনে দুই লক্ষ টাকা দুই মাসের মধ্যে ফেরত দিতে রাজি হয়। সর্বশেষ এ বছরের ২ ফেব্রুয়ারী বিকাল পৌনে চারটার দিকে প্রতারক আরিফা খাতুনের বাড়িতে টাকা চাইতে গেলে তারা অতর্কিত ভাবে মারপিট , কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন হুমকি-ধামকি প্রদান করে। এঘটনার পর সদর থানায় একটি এজাহার দাখিল করলে তদন্ত পূর্বক পুলিশ মামলা করে। যার মামলা নং-৪০, তাং- ২৫/০২/২০২৫। ঘটনার আলোকে বুধবার দুপুর ২টার দিকে ট্রাকিং এর মাধ্যমে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ীর পাশে থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহাসিন আলী তার সঙ্গীয় ফোর্স নিয়ে প্রিমিয়ার ইসলামী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর পরিচালক প্রতারক আরিফা খাতুনকে আটক করে। এসময় তার স্বামী কামরুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হয়।
সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক আটকের বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, প্রিমিয়ার ইসলামী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর পরিচালক প্রতারক আরিফা খাতুন ও তার স্বামী সমিতির ম্যানেজার কামরুল ইসলাম দেড় থেকে ২’শ’ গ্রাহকের কাছ থেকে কোটি টাকার বেশি আত্মসাত করেছে বলে জানা গেছে একাধিক সূত্রে।


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।