নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM
প্রতিবেদন প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৫, সময়ঃ ০৪:৫৭
আমিনুল ইসলাম বাবু : আজ ২২ ফেব্রুয়ারী শনিবার রাজধানীর শেওড়াপাড়াস্থ মনিপুর স্কুলে এ.খালেক ফাউন্ডেশনের উদ্যেগে লায়ন্স ক্লাব অব ঢাকা কিংশুক এর সহযোগিতায় এক চক্ষু শিবিরের আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অব ঢাকা কিংশুক এর প্রেসিডেন্ট ও এ.খালেক চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শীর্ষক চিকিৎসা কার্যক্রম পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, বাংলাদেশ জেলা ৩১৫-বি২ এর সদ্য প্রাক্তন গভর্নর আহম্মাদুজ্জামান, এমজেএফ। লায়ন্স ইন্টারন্যাশনাল, বাংলাদেশ জেলা ৩১৫-বি২ এর ১ম ভাইস জেলা গভর্নর শাহাদাৎ হোসেন, পিএমজেএফ এবং লায়ন্স ইন্টারন্যাশনাল, বাংলাদেশ জেলা ৩১৫-বি২ ২য় ভাইস জেলা গভর্নর মো. বোরহান উদ্দিন, এমজেএফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই চক্ষু শিবিরে ৩৫০ জন রোগীকে চিকিৎসা ব্যবস্থাপত্র সহ ঔষধ, চোখের ড্রপ ও চশমা প্রদান করা হয় এবং ৪৫ জন ছানি সমস্যায় আক্রান্ত রোগী সনাক্ত করা হয় যাহাদের শীঘ্রই পর্যায়ক্রমে আগারগাঁওস্থ লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন করে দেয়া হবে। লায়ন্স ক্লাব অব ঢাকা কিংশুক এর প্রেসিডেন্ট ও এ.খালেক চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল খালেক চক্ষু শিবির শেষে প্রতিবেদককে জানান এই চক্ষু শিবিরের আয়োজন সফল করার জন্য উপস্থিত চিকিৎসক এবং মনিপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ-প্রধান শিক্ষকের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও আমরা লায়ন্স ক্লাব অব ঢাকা কিংশুক ও এ.খালেক চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যেগে চক্ষু চিকিৎসা শিবির ও সাধারণ স্বাস্থ্য শিবিরের আয়োজনের উদ্যোগ অব্যাহত থাকবে।
© অপরাধ সূত্র ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।