দুবাই থেকে পরিচালিত অভিনব প্রতারনার ফাঁদ, সংঘবদ্ধ চক্রের ০১ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, সময়ঃ ০৮:৩১


 

আমিনুল ইসলাম বাবু :

“ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসে আয় করুন” দুবাই থেকে পরিচালিত অভিনব প্রতারনার ফাঁদ, সংঘবদ্ধ চক্রের ০১ সদস্যকে সিআইডি গ্রেফতার করেছে।

আজ সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি থেকে জানতে পারা যায় সংঘবদ্ধ চক্রের সদস্যরা প্রথমে ভিকটিমকে ফোন দিয়ে বিভিন্ন ভুয়া ডিজিটাল মার্কেটিং এজেন্সির পরিচয় দিয়ে ফ্রিল্যান্সিং কাজের অফার প্রদান করে এবং বিভিন্ন উপায়ে টাকা উপার্জনের মিথ্যা কৌশল সম্পর্কে ব্রিফিং দিয়ে ভিকটিমকে তাদের সাথে কাজ করতে অনুপ্রানিত করে। ভিকটিম ফ্রিল্যান্সিং এর কাজে আগ্রহ প্রকাশ করলে তাকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে। প্রতারকরা টেলিগ্রাম গ্রুপে ভিকটিমকে কিছু টাস্ক দেয়, ঐগুলো সম্পন্ন করার সাথে সাথে ভিকটিম তার বিকাশ একাউন্টে ২০০/৩০০ টকা পেয়ে যায়। প্রাথমিক টাস্কের মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন সাইটে সাবস্ক্রাইব করা। প্রতি সাবস্ক্রাইবে ১০০ টাকা করে ভিকটিমের বিকাশ একাউন্টে জমা হতে থাকে। ভিকটিমের পিছনে এভাবে প্রতারক চক্র ৮০০০/- থেকে ১০০০০/- টাকা ইনভেস্ট করে। ভিকটিম বিকাশে এত সহজে কাজ করে টাকা পাওয়ায় কৌতুহলী হয়ে উঠে এবং প্রতারক চক্রের সদস্যদের বিশ্বাস করতে শুরু করে।
পরবর্তীতে প্রতারক চক্রের ডাবল বেনিফিট টাস্ক প্ল্যান, হোমওয়ার্ক প্ল্যান, ক্যাশব্যাক প্ল্যানের মত ভুয়া প্ল্যানে ভিকটিম কনভিন্সড হয়ে সরল বিশ্বাসে টাকা ইনভেস্ট  করতে থাকে। প্রতারক চক্রের সদস্যরা ভিকটিমকে ভিআইপি নামক টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে প্রথম ওভারটাইম প্রতিকার টাস্ক অর্ডার, দ্বিতীয় ওভারটাইম র‍্যান্ডমলি টাস্ক অর্ডার নামে ভুয়া টাস্ক সম্পন্ন করায় এবং ভিকটিমের নিকট হতে টাকা হাতিয়ে নেয়। ভিকটিম যখন তার লভ্যাংশসহ টাকা ক্যাশ আউট করতে চায় তখন সিস্টেমের সমস্যা, সার্ভার ডাউনের কথা বলে তালবাহানা করে এবং পরবর্তী টাস্কিংগুলো সম্পন্ন করার পরামর্শ দেয়।
প্রতারক চক্র ভিকটিমের কাছ থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ব্যাংক একাউন্টের মাধ্যমে ৭,১৯,৯৯৭/- টকা হাতিয়ে নেয়। ইতোমধ্যে উক্ত বিষয়ে খিলগাঁও থানায় একটি মামলা রুজু হয়, যা সাইবার পুলিশ সেন্টার, সিআইডির নিকট তদন্তাধীন। গত ১৫ই জানুয়ারী'২৫ বুধবার সাইবার মনিটরিং টিম প্রতারক চক্রের এক সদস্য মোঃ ইউনুস মিয়ার ছেলে মোঃ আব্দুল আল মাসুম (৩০)কে চট্রগ্রামের হাটহাজারী থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকালে আসামীর নিকট হত ০১ টি মোবাইল ফোন, ২,৫০,০০০/- টাকা ও ১৭ টি চেক বই জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আসামী আরো জানায় উক্ত প্রতারনার কাজটি দুবাই থেকে পরিচালিত হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।