নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM
প্রতিবেদন প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, সময়ঃ ০৪:৩১
আমিনুল ইসলাম বাবু : আজ বুধবার ১৫ জানুয়ারী'২৫ তারিখ রাজধানীর বাইগারটেক এলাকার পর্বত নগরে রাজউকের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি নির্মাণাধীন ভবনে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। এই ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব প্রদান করেন রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকার, রাজউক জোন-৩ এর পরিচালক সালেহ আহমেদ জাকারিয়া এবং অথরাইজড অফিসার জোন-৩/১, শেখ মাহাব্বীর রনি। একটি অভিযোগের প্রেক্ষিতে রাজউক কর্তৃক এই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একটি ভবনের সাম্মুখস্থ তিনটি পিলার বা কলাম ভেঙে গুড়িয়ে দেয়া হয় এবং মালিক পক্ষের নিকট থেকে তিন শত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয় যেন পরবর্তীতে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় না করেন। ভবন উচ্ছেদ শেষে রাস্তা প্রসস্থ করার জন্য রাস্তার উপর প্রতিবন্ধকতা সৃষ্টিকৃত তিনটি প্লটের সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পর পর্বত নগরের রাস্তার সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়ার কারনে দুই জন অজ্ঞাতনামা বাড়ির মালিক কতিপয় দুষ্কৃতকারী নিয়ে ঐ এলাকার দায়িত্বে থাকা ইমারত পরিদর্শক শরিফুল হোসেন কে ঘেরাও করে লাঞ্ছিত করে। এসময় উপস্থিত প্রতিবেদক ও পুলিশ সদস্যদের সহায়তায় শরিফুল হোসেনকে উদ্ধার করে বাইগার টেক এলাকা ত্যাগ করা হয়। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সম্পর্কে জোন-৩/১ এর অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি বলেন, আমরা একটি সুনির্দিষ্ট অভিযোগ এর ভিত্তিতে অভিযুক্ত ভবনের রাস্তার সম্মুখভাগের তিনটি কলাম ভেঙ্গে দিয়েছি, ভবিষ্যতে এই ভবন নির্মাণ কালে অনুমোদিত নকশার ব্যত্যয় করবে না মর্মে তিন শত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নিয়েছি ভবন মালিকদের পক্ষ থেকে। এছাড়াও আমরা রাস্তার উপর ভবনের সীমানা প্রাচীর থাকায় তিনটি ভবনের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছি রাস্তার প্রসস্থতা বৃদ্ধির জন্য। নির্মাণাধীন ইমারতে অনুমোদিত নকশার ব্যত্যয় রোধকল্পে ভবন নির্মাণকারীদের সতর্ক করার উদ্দেশ্যেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক মহোদয়ের মাধ্যমে আমাদের এই ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করা। ভবিষ্যতেও আমাদের এই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হবে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকার বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে একটি ভবনের সম্মুখস্থ তিনটি কলাম ভেঙ্গে দেয়া হয়েছে, ভবিষ্যতে এই ভবন নির্মাণ কালে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেনা মর্মে মুচলেকা দিয়েছেন। এছাড়াও আমরা রাস্তার উপর ভবনের সীমানা প্রাচীর থাকায় তিনটি ভবনের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছি। তিনি আরো বলেন ঢাকাকে নিরাপদ এবং বাসযোগ্য করার জন্য রাজউক চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় মোবাইল কোর্টের যে অভিযান অব্যাহত আছে আগামী দিন গুলোতে এটা আরও বেগবান হবে। নতুন ভবন মালিকদের কে উদ্দেশ্য করে তিনি বলেন, ভবন করতে হলে রাজউকের নিয়ম-কানুন মেনে ভবন নির্মাণ করতে হবে, রাজউকের নিয়ম অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। এই ভ্রাম্যমাণ আদালতে আরও সহযোগিতা করেন জোন-৩/১ এর সহকারী অথরাইজড অফিসার রতন কুমার, প্রধান ইমারত পরিদর্শক নূর আলম, ইমারত পরিদর্শক মো. শরিফুল হোসেন সহ অন্যান্য ইমারত পরিদর্শক ও কর্মকর্তা গণ।
© অপরাধ সূত্র ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।