নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM
প্রতিবেদন প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, সময়ঃ ০৪:২৮
আমিনুল ইসলাম বাবু :
গতকাল সোমবার ১৩ জানুয়ারী'২৫ রাজধানীর ভাষানটেক থানাধীন পশ্চিম ভাষানটেকের মইনার টেক এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুল হাওলাদার, পরিচালক সালেহ আহমেদ জাকারিয়া (জোন-৩), অথরাইজড অফিসার-৩/১, শেখ মাহাব্বীর রনি এই ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব প্রদান করেন। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভাষানটেক থানাধীন মৈনার টেক এলাকায় রাস্তার উপর ভবনের সীমানা প্রাচীর থাকায় দুটি ভবনের সীমানা প্রাচীর ও চারটি ভবনে রাজউকের অনুমোদিত নকশা বহির্ভূত অংশ আংশিক ভেঙ্গে দেয়া হয় এবং নকশা বহির্ভূত অংশ নিজ দায়িত্বে অপসারণের জন্য ভবন মালিকদের নিকট থেকে তিন শত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত একটি ভবন মালিকের নিকট থেকে পঞ্চাশ হাজার টাকা নগদ জরিমানা আদায় করেন। এই ভ্রাম্যমাণ আদালতে আরও সহযোগিতা করেন জোন-৩/১ এর সহকারী অথরাইজড অফিসার রতন কুমার, প্রধান ইমারত পরিদর্শক নূর আলম, ইমারত পরিদর্শক মো. ছামিউল সহ অন্যান্য ইমারত পরিদর্শক ও কর্মকর্তা গণ।
এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সম্পর্কে জোন-৩/১ এর অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি বলেন, আমরা ভবন নির্মাণকারীদের রাজউক বিধি লঙ্ঘন করার অপরাধের শাস্তি স্বরূপ এবং নির্মিত ও নির্মাণাধীন ইমারতে ব্যত্যয় রোধকল্পে ভবন নির্মাণকারীদের সতর্ক করার উদ্দেশ্যেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক মহোদয়ের মাধ্যমে আমাদের এই ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করা। আমরা ভাষানটেক থানাধীন মৈনার টেক এলাকায় রাস্তার উপর সীমানা প্রাচীর থাকায় দুটি ভবনের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছি ও চারটি ভবনের নকশা বহির্ভূত বর্ধিত অংশ আংশিক ভেঙ্গে অপসারণ করেছি, নকশা বহির্ভূত বাকী অংশ ভবন নির্মাণকারী গণ নিজ দায়িত্বে অপসারণ করবেন মর্মে স্ট্যাম্পে মুচলেকা দিয়েছেন। আমরা আজ একটি ভবন মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করেছি। ভবিষ্যতেও আমাদের এই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হবে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুল হাওলাদার বলেন, মোবাইল কোর্ট পরিচালনাকালে চারটি ভবনের মধ্যে একটি ভবনের মালিক কে সরজমিনে পাওয়ায় একজনকেই পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। এবং নকশা বহির্ভূত যে অংশগুলো ছিলো সেগুলো সাধ্যমত অপসারণ করার চেস্টা করেছি, বাকি অংশ গুলো আগামী এক মাসের মধ্যে ভবন মালিক অপসারণ করবে বলে মুচলেকা দিয়েছেন। এছাড়াও আমরা রাস্তার উপর ভবনের সীমানা প্রাচীর থাকায় দুটি ভবনের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছি। তিনি আরো বলেন ঢাকাকে নিরাপদ এবং বাসযোগ্য করার জন্য চেয়ারম্যানের নির্দেশনায় রাজউকের মোবাইল কোর্টের যে অভিযান অব্যাহত আছে সামনের দিন গুলোতে এটা আরো বেগবান হবে। নতুন ভবন মালিকদের কে উদ্দেশ্য করে তিনি বলেন, ভবন করতে হলে রাজউকের নিয়ম-কানুন মেনে ভবন নির্মাণ করতে হবে, রাজউকের নিয়ম অমান্য করলে কঠোরভাবে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
© অপরাধ সূত্র ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।