মানি লন্ডারিং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, সময়ঃ ১০:৩৬


 

আমিনুল ইসলাম বাবু:
আজ মঙ্গলবার, ৭ জানুয়ারী'২৫ তারিখ সকালে মালিবাগে অবস্থিত বাংলাদেশ পুলিশ, সিআইডি, ঢাকা এর সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, এনডিসি, পিএসসি (অবঃ)। এসময় উপস্থিত ছিলেন পুলিশ প্রধান আইজিপি বাহারুল আলম, বিপিএম এবং সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মতিউর রহমান শেখসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ পুলিশ, সিআইডি, ঢাকা এর সদর দপ্তর পরিদর্শনকালে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা  বলেন, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় অর্থ পাচার ও মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে সিআইডিকে আরও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, মানি লন্ডারিং মামলা সংক্রান্তে যে সমস্ত সম্পত্তিসমূহ ক্রোক করা হয়েছে সেগুলো সতর্কতার সাথে রক্ষণাবেক্ষণ করতে হবে। এ ছাড়াও সাইবার সংক্রান্ত অপরাধসমূহ নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষ গুরুত্বারোপ করেন। ফরেনসিক ল্যাব পরিদর্শনকালে সম্প্রতি সচিবালয়ে অগ্নিকান্ডের বিষয় উল্লেখ করে ফরেনসিক বিভাগের কর্মকাণ্ডের সন্তোষ প্রকাশ করেন।

মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে সিআইডির স্যুভেনিয়র তুলে দেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মতিউর রহমান শেখ।


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।