ইস্টার্ন হাউজিং এ রাজউকের মোবাইল কোর্ট : তিন লক্ষ টাকা জরিমানা আদায়

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ১০ ডিসেম্বার ২০২৪, সময়ঃ ০৬:৫৯


 

আমিনুল ইসলাম বাবু :

গতকাল ৯ ডিসেম্বর'২৪ সোমবার রাজধানীর মিরপুরে  ইস্টার্ন হাউজিং ২য় প্রকল্পে রাজউকের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.লিটন সরকার, পরিচালক সালেহ আহমেদ জাকারিয়া (জোন-৩), অথরাইজড অফিসার-৩/১, শেখ মাহাব্বীর রনি এই ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব প্রদান করেন। মোবাইল কোর্টের মাধ্যমে এইচ ব্লকের তিনটি ও কে ব্লকের একটি মোট চারটি ভবনে রাজউকের অনুমোদিত নকশা বহির্ভূত অংশ আংশিক ভেঙ্গে দেয়া হয় এবং নকশা বহির্ভূত অংশ নিজ দায়িত্বে অপসারণের জন্য ভবন মালিকদের নিকট থেকে তিন শত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয়। কে ব্লকে নির্মাণাধীন ভবন মালিক আকাশ'কে দুই লক্ষ টাকা ও এইচ ব্লকের নির্মাণাধীন ভবন মালিক মো. নাজিম উদ্দীনকে এক লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত মোট তিন লক্ষ টাকা নগদ জরিমানা আদায় করেন। এই ভ্রাম্যমাণ আদালতে আরও সহযোগিতা করেন  জোন-৩/১ এর সহকারী অথরাইজড অফিসার রতন কুমার, প্রধান ইমারত পরিদর্শক নূর আলম, ইমারত পরিদর্শক মো. আলমগীর হোসেন সহ অন্যান্য ইমারত পরিদর্শক ও কর্মকর্তা গণ। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সম্পর্কে জোন-৩/১ এর অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি বলেন, আমরা ভবন নির্মাণকারীদের রাজউক বিধি লঙ্ঘন করার অপরাধের শাস্তি স্বরূপ এবং নির্মিত ও নির্মাণাধীন ইমারতে ব্যত্যয় রোধকল্পে ভবন নির্মাণকারীদের সতর্ক করার উদ্দেশ্যেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক মহোদয়ের মাধ্যমে আমাদের এই ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করা। আজ আমরা এইচ ও কে- ব্লকে ৪টি ভবনের নকশা বহির্ভূত বর্ধিত অংশ আংশিক ভেঙ্গে অপসারণ করেছি, নকশা বহির্ভূত বাকী অংশ ভবন নির্মাণকারী গণ নিজ দায়িত্বে অপসারণ করবেন মর্মে স্ট্যাম্পে মুচলেকা দিয়েছেন। আমরা আজ ২টি ভবন মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা করে নগদ আদায় করেছি। ভবিষ্যতেও আমাদের এই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হবে।


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।