নারী সহকর্মীকে শ্লীলতাহানির অভিযোগে রাজউকের পরিচালক সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ১২ নভেম্বার ২০২৪, সময়ঃ ০২:৩৪


নিজস্ব প্রতিনিধি :  উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক পরিচালক কর্মস্থলে এক নারী সহকর্মীকে শ্লীলতাহানির অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন। ওই পরিচালকের নাম শেখ শাহীনুল ইসলাম। গতকাল রোববার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং আজ সোমবার তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী নারী কর্মকর্তা গতকাল সকালে রাজউক চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সকাল সাড়ে ১০টার দিকে রাজউকের জোন-৭ এর পরিচালক শেখ শাহীনুল ইসলাম ‘অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও অশালীনভাবে’ তাঁর শরীরে স্পর্শ করেন। হঠাৎ এ ধরনের আচরণে তিনি হতবাক হয়ে পড়েন। তিনি চেয়ারম্যানের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন।

রাজউকের এক অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, শেখ শাহীনুল ইসলামের এই আচরণ ‘গুরুতর চাকরি শৃঙ্খলা পরিপন্থী’। রাজউক (কর্মকর্তা-কর্মচারী) চাকরি বিধিমালা, ২০১৩-এর বিধি ৩৭(খ) অনুযায়ী এটি অসদাচরণের শামিল। অপরাধের প্রকৃতি ও ভয়াবহতার কারণে তাঁকে রাজউক চাকরি বিধিমালার বিধি ৪৩-এর উপবিধি (১) অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রাজউকের অঞ্চল-৭ এর অফিস রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের নিকটে অবস্থিত। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভুক্তভোগী নারী কর্মকর্তা কর্মদিবসের শুরুতেই অফিসে এসে এ ঘটনার শিকার হন। তবে এ ব্যাপারে মন্তব্য নেওয়ার জন্য শেখ শাহীনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

পরবর্তীতে, রাজউকের পরিচালক (প্রশাসন) মো. কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, রাজউকের চাকরি বিধিমালা অনুযায়ী শেখ শাহীনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাঁর নামে বিভাগীয় মামলা হয়েছে। তিনি যদি নির্দোষ প্রমাণিত হন, তাহলে চাকরিতে পুনর্বহাল হবেন। অপরাধ প্রমাণিত হলে তাঁকে চাকরি হারাতে হবে।

এর আগেও শেখ শাহীনুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দের ক্ষেত্রে এক বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে ঘুষ চাওয়ার অভিযোগসহ একজনকে মারধরের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁকে নিয়ে গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। রাজউকের অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন, গোপালগঞ্জের বাসিন্দা হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস করেননি। ফলে তিনি বিভিন্ন অপকর্মের পরও বারবার রক্ষা পেয়েছেন। তবে সরকার পরিবর্তনের পর এবার শ্লীলতাহানির অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।

 


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।