চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ৪ কোটি টাকার যন্ত্রের ব্যবহার নেই

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, সময়ঃ ০৫:১৫


বিভিন্ন সংক্রামক রোগের জীবাণুর পূর্ণাঙ্গ জিনোমরহস্য উন্মোচনের জন্য ২০২২ সালের অক্টোবরে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) বসানো হয়েছিল ‘নেক্সট সেক-২০০০’ নামের একটি যন্ত্র। ৪ কোটি ৬০ লাখ টাকায় কেনা যন্ত্রটি শিক্ষকদের তেমন কাজে আসছে না। এক বছর ধরে অনেকটা অব্যবহৃত পড়ে আছে।

আমেরিকায় তৈরি এ যন্ত্র বসানোর পর ২০২২ সালের অক্টোবরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছিল, ১৫ দিন পর পরীক্ষামূলকভাবে যন্ত্রটি দিয়ে জীবনরহস্য উদ্‌ঘাটনের কাজ শুরু করা হবে। পরীক্ষাগারে কর্মরত ব্যক্তিদের তিন দফায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। কিন্তু সেই প্রশিক্ষণ এখনো শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। যন্ত্রটিও বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়নি। অথচ অ্যালোমিনা এনইএক্স ব্র্যান্ডের যন্ত্রটি কেনা হয়েছিল সিভাসুর নিজ অর্থায়নে।


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।