মাদক ব্যবসায়ী দুই গ্রুপের সংঘর্ষের জেরে সংগঠিত হত্যাকান্ডের মূল হোতা র‍্যাব কর্তৃক গ্রেফতার

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ০২ নভেম্বার ২০২৪, সময়ঃ ১১:২৭


আমিনুল ইসলাম বাবু : মিরপুর পল্লবীর বাউনিয়া বাঁধ এলাকায় মাদক ব্যবসায়ী দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে সংঘটিত গোলাগুলিতে নারী নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামী মাদক সম্রাট মমিন (৩৫)’কে ১৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‌্যাব-৪। র‌্যাব-১ এবং র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ০১ নভেম্বর ২০২৪ পল্লবী থানাধীন সেকশন-১১, বাউনিয়াবাধ, লালমাটিয়ায় বসবাসরত মিরাজুল এর স্ত্রী আয়েশা(২৬)'কে গুলি করে হত্যাকান্ডের মূলহোতা আগ্নেয়াস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসী এবং মামুন গ্রুপের প্রধান কুখ্যাত সন্ত্রাসী মমিন (৩৫), জেলা-ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করতে সমর্থ হয়। গত ৩০ অক্টোবর ২০২৪ দুপুর ১৪.৩০ ঘটিকার সময় পল্লবী থানাধীন সেকশন-১১, বাউনিয়াবাধ, লালমাটিয়ায় ভাড়া বাসার ০২ তলার সিঁড়ির কড়িডোরে গুলিবিদ্ধ হয়ে বাদী মিরাজুল এর স্ত্রী ভিকটিম আয়েশা(২৬) মারা যায়। স্থানীয় লোকজন গুলির শব্দ শুনে ঘটনাস্থলে এসে নিহত ভিকটিমকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে ভিকটিমের স্বামী বাদী হয়ে ডিএপি পল্লবী থানায় একটি হত্যা মামলা (পল্লবী থানার মামলা নং-৩৯, তারিখ- ৩০/১০/২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যবসাীদের আভ্যন্তরীন কোন্দল, এলাকায় ত্রাস সৃষ্টির মাধ্যমে চাঁদাবাজির আধিপত্য বিস্তার এর লক্ষ্যে গ্রেফতারকৃত আসামী ও সহযোগিরা পিস্তলসহ মারাত্নক দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে এলাকার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও আবাসিক ভবনে চাঁদা দাবি করে। চাহিদাকৃত চাঁদা না পেয়ে আতঙ্ক সৃষ্টি করার জন্য গ্রেফতারকৃত আসামীর হাতে থাকা পিস্তল দিয়ে এলোপাথারি গুলি করলে ২য় তলায় অবস্থানরত ভিকটিম আয়েশা এর মাথায় গুলি লাগলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।