নিম্নমানের বালাইনাশক আমদানি ও উচ্চ মূল্যে কৃষকের নিকট বিক্রয়ে জড়িত অসাধু সিন্ডিকেটের মূল হোতা সায়েদুজ্জামানের বিচারের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ১৭ অক্টবার ২০২৪, সময়ঃ ১০:৫৮


স্টাফ রিপোর্টার : সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে মাল্টিপল সোর্স থেকে নিম্নমানের বালাইনাশক আমদানি ও অনিয়মতান্ত্রিক ভাবে উচ্চ মূল্যে কৃষকের নিকট বিক্রিয়ে জড়িত অসাধু সিন্ডিকেটের মূল হোতা (সায়েদুজ্জামান) সহ সংশ্লিষ্ট সকল অপরাধীর শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি করা হয়েছে। ১৭ই অক্টোবর, সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ সোসাইটি। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. ইউসুফ মিয়া, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ড. খান আসাদুজ্জামান, ডাঃ তৃপ্তিশ চন্দ্র ঘোষ, ভোক্তা অধিকার সংরক্ষণ সোসাইটির সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন, এগ্রো কেমিক্যাল ব্যবসায়ী নেতা মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহনাফ সহ আরো অনেকে। অধ্যাপক ড. ইউসুফ মিয়া বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রধান পেশা কৃষি কৃষির উপর নির্ভর করেই তাদের সংসার চলে তাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ে তারা এই সোনার ফসলের উপরেই নির্ভরশীল নিম্নমানের বালাইনাশক আমদানি ও অনিয়মতান্ত্রিক ভাবে উচ্চ মূল্যে কৃষকের নিকট বিক্রয়ের কারণে কৃষক পথে বসছে এবং আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। ড. খান আসাদুজ্জামান, বলেন কৃষক সমাজে দেশের প্রাণ নিম্নমানের বালাইনাশক আমদানির কারণে কৃষক তথা সর্বস্তরে জনগোষ্ঠী সমহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা নিম্নমানের বালাইনাশক আমদানি রোদে সরকারের কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছি। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বাঁচলে কৃষক বাঁচবে দেশ শীর্ষক মানববন্ধনে বাংলাদেশের ১৮ কোটি মানুষের খাদ্যে উৎপাদনে নিয়োজিত কৃষক ভাইদের ন্যায্য দাবি প্রতিষ্ঠাবার লক্ষ্যে আজকের এই আয়োজন বিশেষ করে সিন্ডিকেটের মাধ্যমে বীজ স্যার এবং কীটনাশক পণ্য সঠিক মূল্যে সরবরাহ করে কৃষকের হাতে পঁচিয়ে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি এবং কৃষকের উৎপাদন কিত পন্য ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত কতিপয় দালাল চক্র হাত থেকে রক্ষা করতে হবে অন্যথায় যেই লাউয়ের মূল্য ২০ টাকা সেই লাউ বাজারে বিক্রি হবে ১০০ টাকা এই সিন্ডিকেটের হাত থেকে বাঁচতে চাই। কিছুদিন পূর্বে বাংলাদেশের অধিকাংশ বিভাগীয় শহর বিভাগীয় অঞ্চলে যে ভয়াবহ বন্যা হয়েছে যার কারণে কৃষকের ফসল ধ্বংস হয়েছে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা না করলে কৃষক নিরুপায় হয়ে যাবে এবং কৃষি কাজে মন থাকবে না এমত অবস্থায় সরকার কৃষকের এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন কৃষক আমাদের এমন একজন সহযোদ্ধা যিনি কখনো তার অধিকার বাস্তবায়নের জন্য একদিনের জন্য উৎপাদন বন্ধ রাখেনি অধিকার বাস্তবায়নের জন্য সহমত প্রকাশ করছি। উক্ত কর্মসূচিতে সংগঠনের সভাপতি খালেদ এম এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মিজানুর রহমান, দেবী প্রসাদ মজুমদারসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।