এডিবিএল নির্মিত এবি শপিং কমপ্লেক্স রাজউক বিধি লঙ্ঘনের উজ্জ্বল দৃষ্টান্ত

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ০২ সেপ্টেম্বার ২০২৪, সময়ঃ ০৮:০৪


আমিনুল ইসলাম বাবু : রাজউকের নিয়ম না মেনে বহুতল ভবন নির্মাণ করাই যেন আরাফাত ডেভেলপার এন্ড কিল্ডার্স লিমিটেড(এডিবিএল) এর অবৈধ পেশাদারিত্বের পরিচয় বাহক। রিহ্যাব সদস্য আরাফাত ডেভেলপার এন্ড কিল্ডার্স লিমিটেড (এডিবিএল) এর শুধু মাত্র মনিপুরে 'হরমুজ গার্ডেন', বড়বাগে 'মা কুটির' ও মিরপুর সেকশন ৬ এর 'ক' ব্লকে নির্মাণাধীন 'এবি শপিং কমপ্লেক্স' এর নির্মাণ কাজ দেখলেই বুঝতে পারা যায় তারা রাজউকের নিয়ম বা বিধি লঙ্ঘনে কতোটা পারদর্শী। রাজধানীতে যখন কোন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখনই কয়েক মাস এর পিছনে দৌড়ে রাজউক কর্মকর্তারা ঘাম ঝড়িয়ে একাকার করে ফেলেন। নিয়ম নিতির বুলি দিয়ে মিডিয়া জগতে আলোর মশাল জ্বালিয়ে রাখেন। কিছু দিন যেতে না যেতে এই আলো নিভেও যায়। রাজউক বিধি মোতাবেক প্রতিটি বহুতল বানিজ্যিক ভবন নির্মাণের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা রাখার জন্য ভয়েড, অগ্নি সুরক্ষার জন্য পর্যাপ্ত ফায়ার হাইড্রেন, যেকোনো দুর্ঘটনায় জনসাধারণের ভবন থেকে বেড় হওয়ার জন্য প্রশস্ত বিকল্প সিঁড়ির ব্যবস্থা রাখা সহ ভবনের চারিদিকে রাজউকের বিধি অনুযায়ী যায়গা ছেড়ে ভবন নির্মাণ করার নিয়ম থাকলেও এর কোনটাই মানা হয়নি এডিবিএল কর্তৃক নির্মিত এবি শপিং কমপ্লেক্স এর ক্ষেত্রে বরং ভনটির ছাদের আয়তন অনুমোদিত নকশার চেয়ে আরও ৩০% বৃদ্ধি করে নির্মাণ করছে। অর্থাৎ ভবনের সর্ব মোট ফ্লোরের আয়তন ২,১৮২.২৮ বর্গমিটার থাকলেও সরজমিনে ২,৮৩৬.৯৭ বর্গমিটার এর আয়তনের পরিমাপে রয়েছে। এবি শপিং কমপ্লেক্স এর বিষয়ে রাজউকের উদাসীনতা খুজতে গিয়ে দেখা যায়, ভবনটিতে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য আরও প্রায় এক বছরেরও অধিক পূর্বে অনুমোদন হয়ে আছে। খোঁজ নিয়ে জানতে পারা যায়, রাজউক থেকে নোটিশ পাঠানোর পরপরই আরাফাত ডেভেলপার এন্ড কিল্ডার্স লিমিটেড রীটের মাধ্যমে রাজউকের কর্মকাণ্ডে স্থগিতাদেশ জারি করে রাখে। এবিষয়ে জানতে আরাফাত ডেভেলপার এন্ড কিল্ডার্স লিমিটেড এর পক্ষে কেহই কথা বলতে রাজী হয়নি। নাম প্রকাশ না করার শর্তে রাজউকের একজন নগর পরিকল্পনাবীদ বলেন, আমরা যতই পরিকল্পিত নগর গড়তে পরিকল্পনা প্রনয়ণ করি না কেন, এতে কোন কাজ হবে না যতক্ষণ পর্যন্ত রাজউক বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে রাজউকের অবস্থান কঠোর হবে। বর্তমান রাজউক চেয়ারম্যান মহোদয় যদি এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন তবেই ভবন নির্মাণকারীরা বাধ্য হবেন ভবন নির্মাণ বিধি যথাযথ অনুসরণ করে ভবন নির্মাণ করতে।


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।