যৌন হয়রানির দায়ে ফের আদালতে ট্রাম্প

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, সময়ঃ ০৫:৪৪


সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌন হয়রানির দায়ে নিউইয়র্কের একটি আদালতে হাজির হয়েছেন। মঙ্গলবার রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়নের দৌড়ে প্রথম জয়লাভের কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘটনা ঘটে।

 

‘৯৫-‘৯৬ সালে ম্যানহাটনের একটি ডিপার্টমেন্টাল স্টোরে মার্কিন সাংবাদিক ও লেখিকা ই জিন ক্যারলকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় দ্বিতীয়বারের মতো আদালতে হাজির হন ট্রাম্প।

 

গত বছর ৯ মে এই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাম্পকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিলেন আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন ট্রাম্প।

অভিযোগের পর ট্রাম্প ক্যারলকে চেনেন না উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ‘প্রতারণা’ ও ‘মিথ্যাচার’ ছাড়া আর কিছুই না।

 

ক্যারলের আইনজীবী শন ক্রাউলি বলেন, ক্যারলকে আক্রমণ করতে, অপমান করতে এবং খ্যাতি নষ্ট করতে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় মাইক্রোফোন ব্যবহার করেছেন।

অবশ্য শন ক্রাউলির উদ্বোধনী বিবৃতির আগে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন ট্রাম্প। অভিযোগকারী ১ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ চেয়েছেন।


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।