নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM
প্রতিবেদন প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, সময়ঃ ০৪:৪৫
অনেকেরই কাছে ঘড়ি শখের জিনিস। ব্র্যান্ডের ঘড়ি কিনে নিজের সংগ্রহে রাখেন পছন্দ করেন। শুধু ঘড়ি কিনলে হবে না সেগুলির যত্নও নিতে হয়। দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে ঘড়ি অনেক সময় নোংরা হয়ে যেতে পারে। ঘড়ির কাচে দাগ-ছোপ পড়ে যায় অনেক সময়। তবে কয়েকটি উপায় জানা থাকলে ঘড়ি পরিষ্কার করা নিয়ে সমস্যা হবে না।
বক্সে রাখুন
চেষ্টা করুন হাতঘড়ি ব্যবহার শেষে ভালভাবে মুছে বক্সের ভেতর রেখে দিতে। যদি হাতে না পরেন তাহলে চেষ্টা করবেন ট্রাভেল করার সময়ে বক্সে ভরে নিয়ে যেতে। এতে ঘড়ির ডায়ালে স্ক্র্যাচ পরার সম্ভাবনা কমে।
ঘড়ির ডায়ালে আঁচড়
মসৃণ কাপড়ের টুকরোতে সামান্য টুথপেস্ট মাখিয়ে রিস্টওয়াচের স্ক্র্যাচের ওপর আলতো করে ঘষুন। এটা প্রতিদিন নিয়ম করে করলে ধীরে ধীরে স্ক্র্যাচ মিলিয়ে যাবে। অনেক সময় ধাক্কা লেগে ঘড়িতে ডেন্ট পড়ে যায়। ডেন্ট ওঠাতে নেলপলিস ব্লক ব্যবহার করতে পারেন।
পরুন, পরিষ্কারও করুন
রিস্টওয়াচের স্টিল ব্যান্ড পরিষ্কার করে নিন। প্রথমে ঘড়ির থেকে ব্যান্ডটা খুলে নিন। এরপর মাইল্ড ডিটারজেন্ট মেশানো পানিতে তা খানিকক্ষণ ডুবিয়ে রাখুন। দেখবেন ব্যান্ডের ময়লা দাগ-ছোপ উঠে গেছে। লেদার ব্যান্ডের দাগ-ছোপ ওঠাতে ডিটারজেন্টের বদলে ভিনিগার মেশানো পানি ব্যবহার করতে পারেন।
© অপরাধ সূত্র ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।