নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM
প্রতিবেদন প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, সময়ঃ ১১:৩০
সোনারগাঁওয়ে দুই ইউনিয়নের ১ হাজার ৫০০ অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত কাঁচপুর ও সাদিপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক কার্যালয়ের বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ইলোরা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালত এ অভিযানের নেতৃত্ব দেন।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার সাদিপুর এলাকার স্থানীয় দালাল চক্র টাকার বিনিময়ে এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেয়। প্রতিবারই এ গ্যাস লাইন বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ বলেন, কাঁচপুর ইউনিয়নের ললাটি পূর্ব ও পশ্চিম পাড়া ও সাদিপুর ইউনিয়নের বরৈবাড়ি এলাকার চারটি স্থান থেকে ১ হাজার ৫০০ আবাসিক চুলার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি ৮০০ ফুট পাইপ উচ্ছেদ করা হয়। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযানে তিতাস গ্যাসের সোনারগাঁও শাখার আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী রিয়াজুল ইসলাম, রিফাত আব্দুল্লাহ, সহকারী প্রকৌশলী সোহেল ও শাহিনসহ থানা ও জেলা পুলিশের বিপুল সংখ্যক সদস্য বিচ্ছিন্ন অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
© অপরাধ সূত্র ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।