বিদেশে চাকরির নামে ১০ কোটি টাকা আত্মসাৎ, জামিনে মুক্ত সেই দম্পতি

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, সময়ঃ ১১:২৮


রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশে চাকরি দেওয়ার নামে ১০ কোটি টাকা আত্মসাৎ করায় এক দম্পতিকে আটক করে পুলিশ। রোববার (১৪ জানুয়ারি) টাকা ফেরতের শর্ত সাপেক্ষে তাদের জামিন দিয়েছে আদালত।

 

অভিযুক্ত কামনুন্নাহার কাকলি ও স্বামী রজব আলী গোদাগাড়ী পৌর এলাকার জোতগাইসাই গ্রামের বাসিন্দা।

 

জানা গেছে, গোদাগাড়ী পৌর এলাকার জোতগাইসাই গ্রামের কামনুন্নাহার কাকলি কানাডা, অস্ট্রিলিয়াসহ বিভিন্ন দেশে চাকরির জন্য প্রশিক্ষণ কেন্দ্র খোলে। প্রশিক্ষণ শেষে চাকরি প্রার্থীরা কামনুন্নাহার কাকলি ও  তার স্বামী রজব আলীকে টাকা মোটা অঙ্কের টাকা প্রদান করে। কিন্তু চাকরিপ্রার্থীদেরকে বিদেশে পাঠাতে ব্যর্থ হয় এই দম্পতি। চাকরিপ্রার্থীরা টাকা ফেরত চাইলে কামনুন্নাহার কাকলি ও রজব আলী বিভিন্ন অজুহাত দেখিয়ে তালবাহানা করতে থাকে। উপজেলা বাসুদেবপুর ইউনিয়নের কবুতর পাড়া তুরজাউলের ছেলে হামিদুর বাদী হয়ে ১০ জানুয়ারি গোদাগাড়ী মডেল থানায় এক মামলা দায়ের করে। প্রতারণা অভিযোগে দায়েরকৃত মামলার আসাসি কামনুন্নাহার কাকলি ও রজব আলীকে রোববার আটক করে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রটের আদালতে হাজির করে। এ সময় অন্য চাকরিপ্রার্থীরা আদালতে গিয়ে হাজির হলে শুনানি শেষে টাকা ফেরত দেওয়ার শর্ত দিয়ে এই দম্পতিকে একদিনের জামিন প্রদান করে।


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।