ওয়াইফাই সেভেন আসলে কী

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, সময়ঃ ১০:৫৭


ওয়াইফাই সেভেন আসলে কী? কদিন আগেই ওয়াইফাই-সিক্স এবং সিক্স-ই’র ব্যবহার বেড়েছিল। নতুন প্রযুক্তিতে একাধিক উন্নতি হয়েছে। বলা বাহুল্য, ইন্টারনেট কানেকশন হবে আরও দ্রুতগতির। লেটেন্সিও হবে কম।
নাম দেখেই বোঝা যায়, এটি ওয়াইফাইয়ের সপ্তম প্রজন্ম। লেটেন্সি কম, ইন্টারনেটের চাপ সক্ষমতা বেশি হবে। একই সঙ্গে সামঞ্জস্যও বেশি।
বলা হচ্ছে, আগের প্রযুক্তির তুলনায় এটি ৪ গুণ বেশি দ্রুতগতির হবে।
ওয়াইফাই-সেভেন আইইই ৮০২.১১বিই’র মতো পুরনো নেমিং কনভেনশন বাদ দিয়েছে। তবে ওয়াইফাই-সেভেন ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল। অর্থাৎ আরও চমৎকার হতে চলেছে ওয়াই-ফাই।


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম প্রধান সম্পাদক : জায়েদ হোসাইন লাকী

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১১৫/২৩ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০, ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।