 Shafiul
 Shafiul
						 
						অপরাধ সূত্র :
ভক্তদের সুখবর দিলেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস। নির্মাতা সালমান হায়দার পরিচালিত বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলকে নিয়ে নির্মিত সিনেমাতে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটিতে নাকি ১০০ টাকা পারিশ্রমিক নেবেন তিনি।
সংবাদমাধ্যম অনুযায়ী, নির্মিতব্য সিনেমাটির দুটি নামকরণ করেছেন পরিচালক। একটি ‘শেখ রাসেলের আর্তনাদ’, অন্যটি ‘আমি মায়ের কাছে যাব’। যেকোনো একটি নাম চূড়ান্ত হবে। সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়ে অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা গণমাধ্যমকে বলেন, ‘২০১৯ সাল থেকে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা। এতে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব। তবে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সকল চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য, অভিনয়গুণকে প্রাধান্য দিয়েছি। আগামী ২২ আগস্ট থেকে শুটিং শুরু হবে। আপাতত প্রস্তুতি চলছে।’
অপু বিশ্বাসের ১০০ টাকা পরিশ্রমিক নেওয়ার ব্যাপারে তিনি বললেন, ‘এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামে মাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।’
