অপরাধ সূত্র :
২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে দীপিকা পাড়ুকোন ও হৃতিক রোশন এর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ফাইটার’। তার আগেই পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে দীপিকার মনোমালিন্য! নিজের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দীপিকাকে আনফলো করে দিলেন সিদ্ধার্থ।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে সিদ্ধার্থ আনন্দ মাত্র ২০ জনকে অনুসরণ করেন। এদের মধ্যে শাহরুখ খান, হৃতিক রোশন, বিপাশা বসু ও দীপিকাসহ একেবারে হাতেগোনা ক’জনই আছেন। কিন্তু সেই তালিকা থেকে বাদ পড়লো দীপিকা। কিন্তু আচমকা কী এমন হল তাদের যে এমন সিদ্ধান্ত সিদ্ধার্থের। যদিও নেটিজেনদের একাংশের ধারণা, সিনেমামুক্তির তারিখ এগিয়ে আসছে, সবটাই নাকি প্রচারে থাকার কৌশল। তবে সত্যি-মিথ্যা জানেন তারাই।
এর আগে ‘পাঠান’-এ পরিচালকের পছন্দ ছিলেন দীপিকা। অ্যাকশন সিনেমা পরিচালনায় সিদ্ধার্থ আনন্দের দক্ষতা নিয়ে প্রশংসা সর্বত্র। ‘ওয়ার’-এর পরে ফের ‘ফাইটার’ ছবিতে হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এতে হৃতিকের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন।