অপরাধ সূত্র :
আর্লিং হলান্ডের সমান পয়েন্ট পেয়েও কেন লিওনেল মেসি ফিফার ‘দ্য বেস্ট’ হলেন, কেন দুজনকে যৌথভাবে সেরা ঘোষণা করা হলো না, এই প্রশ্নগুলো উঠেছে।
খেলাটা যেহেতু ফুটবল, আর সেই খেলারই বর্ষসেরা নির্বাচন। তাই ফুটবলের নকআউট ম্যাচের মতোই ‘টাইব্রেকার’ ছিল ফিফা দ্য বেস্টে।
ফিফা দ্য বেস্টের রুলস অব অ্যালোকেশনের ১২ নম্বর ধারাতেই পরিষ্কার বলা আছে, একাধিকজনের পয়েন্ট সমান হলে কিসের ভিত্তিতে তাঁদের আলাদা করা হবে সেটি। সেখানেই বলা আছে, সেরা খেলোয়াড় নির্বাচনে মোট পয়েন্ট সমান হলে জাতীয় দলের অধিনায়কদের প্রথম পছন্দের ভোট বা ৫ পয়েন্টের ভোট যে বেশি পাবেন, তিনি ওপরে থাকবেন। সেই হিসাবেই হলান্ডের প্রায় দ্বিগুণ ভোট পেয়ে ২০২৩ সালের বর্ষসেরা হয়ে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
১০৭ জন অধিনায়ক বছরের সেরা খেলোয়াড়ের ভোট দিয়েছেন মেসিকে। হলান্ডকে সেরা ভেবেছেন ৬৪ জন। এমবাপ্পেকে সেরার ভোট দিয়েছেন ১৩ অধিনায়ক। দ্বিতীয় সেরার ভোটের জন্য ৩ ও তৃতীয় সেরার জন্য ১—এই হিসাবে মেসি সব মিলিয়ে অধিনায়কদের কাছ থেকে পেয়েছেন ৬৭৭ পয়েন্ট। হলান্ড পেয়েছেন ৫৫৭ পয়েন্ট, তৃতীয় হওয়া এমবাপ্পে ২৮২ পয়েন্ট।মেসি-হলান্ড-এমবাপ্পে ছাড়াও অধিনায়কদের প্রথম পছন্দের ভোট পেয়েছেন আরও সাতজন। রদ্রি, বের্নার্দো সিলভা, কেভিন ডি ব্রুইনা ও ইলকায় গুনদোয়ান—এ সাতজনের চারজনই ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির। এ ছাড়া ৩৩ বছর পর নাপোলিকে সিরি’আ জেতানো দুই তারকা ভিক্টর ওসিমেন ও খিচা কাভারাস্কেইয়া এবং ইংলিশ তারকা ডেকলান রাইসও অন্তত একটি সেরা খেলোয়াড়ের ভোট পেয়েছেন।টাইব্রেকারে কোচদের বা সংবাদমাধ্যমের ভোট হিসাব করলে মেসি নন, সেরা পুরুষ খেলোয়াড় হয়ে যেতেন হলান্ড। কোচদের বিভাগে মোট ৫৪১ পয়েন্ট পেয়েছেন সিটি তারকা। এই বিভাগে মেসি পেয়েছেন ৪৭৬ পয়েন্ট। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভোটে মেসির চেয়ে দ্বিগুণের বেশি পয়েন্ট পেয়েছেন হলান্ড। যেখানে হলান্ডের পয়েন্ট ৭২৯, মেসির ৩১৫।
সাধারণ ফুটবল ভক্তদের ভোটে অবশ্য আবার হলান্ডের প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন মেসি। ভক্তদের ৬ লাখ ১৩ হাজার ২৯৩ পয়েন্ট মেসির। হলান্ড পেয়েছেন ৩ লাখ ৬৫ হাজার পয়েন্ট।
ভোটের চার বিভাগের প্রতিটিতে যাঁরা সেরা হয়েছেন, তাঁরা পেয়েছেন ১৩ পয়েন্ট করে। দ্বিতীয় সেরারা ১১ পয়েন্ট করে ও তৃতীয় সেরারা ৯ পয়েন্ট করে পেয়েছেন। তালিকায় পরের দিকে থাকারা পেয়েছেন ৮, ৭, ৬, ৫, ৪, ৩, ২, ১ পয়েন্ট করে। এই চার বিভাগের পয়েন্ট যোগ করেই চূড়ান্ত হিসাব করা হয়েছে।