অপরাধ সূত্র :
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তেদরোস বলেন, ‘আজ পিআরসিএস পরিচালিত হাসপাতালে হামলার ঘটনায় আমি কঠোর নিন্দা জানাচ্ছি।’ তেদরোসের দাবি, ওই হাসপাতালে ১৪ হাজার মানুষ আশ্রয় নিয়েছিলেন। তাঁদের অনেকেই হাসপাতাল ছেড়ে চলে গেছেন। যাঁরা এখনো হাসপাতালে অবস্থান করছেন, তাঁরা তাঁদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘আন্তর্জাতিক মানবিকতার আইন অনুযায়ী, সব সময় হাসপাতাল, অ্যাম্বুলেন্স, স্বাস্থ্যকর্মী ও অসুস্থ মানুষদের অবশ্যই সুরক্ষা দিতে হবে। আজকের বোমা হামলার ঘটনাটি বিবেকবর্জিত কাজ। গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতিমধ্যে নুয়ে পড়েছে। যুদ্ধাবস্থার মধ্যে স্বাস্থ্যকর্মী ও ত্রাণকর্মীরা ক্রমাগত নিজেদের জীবন বাঁচাতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন।’ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য আবারও আহ্বান জানিয়েছেন তেদরোস। গাজার বাসিন্দাদের জন্য জরুরি ভিত্তিতে খাওয়ার, পানি ও চিকিৎসাসামগ্রী নিশ্চিত করারও তাগিদ দিয়েছেন তিনি।