ভারতের ঐতিহ্যবাহী ক্লাবে ডাক পেলেন সানজিদা

Shafiul
প্রতিবেদন প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪ | সময়ঃ ০৮:৩৬
photo

অপরাধ সূত্র :

ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলে ডাক পেয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ফুটবলার সানজিদা আক্তার। কলকাতার শতবর্ষী এই ক্লাবটি থেকে সানজিদার ডাক পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

 

সোমবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমকে মাহফুজা আক্তার বলেন, ‘ভারতীয় নারী ফুটবল লিগে খেলার জন্য আমাদের দুজন মেয়ের কাছে প্রস্তাব আসে। এরই মধ্যে সাবিনা নারী লিগের ক্লাব কিকস্টার্ট এফসিতে খেলতে ভারতে পৌঁছে গেছে। সানজিদাকে প্রস্তাব দিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব। আমরা তাকে খেলার ছাড়পত্র দিয়েছি।’তিনি আরও বলেন, ‘আশা করি ভিসা পেলে দ্রুতই সানজিদা ভারতে চলে যাবে।’ আগামী ১৮ জানুয়ারি ইস্ট বেঙ্গল নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে উড়িষ্যা এফসির বিপক্ষে। এই ম্যাচের আগেই ভারতে যাওয়ার চেষ্টা করছেন সানজিদা।   

  • নিউজ ভিউ ১১৪