অপরাধ সূত্র :
ইসরায়েলে গাড়িচাপায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৯ শিশুসহ ১৭ জন। একে ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দেওয়ার ঘটনা বলে পুলিশ সন্দেহ করছে।
গতকাল সোমবার তেল আবিবের উত্তরাঞ্চলীয় শহর রানানায় এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে দুই ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ বলছে, সন্দেহভাজন দুই ব্যক্তি রানানা শহরে পৃথক দুটি গাড়ি চুরি করে এবং কয়েকটি জায়গায় তাঁরা বেশ কয়েক ব্যক্তিকে চাপা দেন।
চিকিত্সকেরা জানিয়েছেন, আহত ১৭ জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে ৯টি শিশু রয়েছে। রানানার পাশে অবস্থিত মেইর হাসপাতাল এক বিবৃতিতে এক নারীর মৃত্যু নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এক নারী গুরুতর আহত অবস্থায় এসেছিলেন, কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।’