অপরাধ সূত্র :
মুন্সীগঞ্জের গজারিয়ায় ২৬ কেজি গাঁজাসহ আটক ৩ নারী মাদক কারবারীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বৃহস্পতিবার (৪জানুয়ারী) আসামীদের আদালতে হাজির করলে গজারিয়া আমলী আদালত-৫ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম আসামীদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
আটককৃত সোহাগী (২১) লক্ষিপুর জেলার রায়পুরা উপজেলার কলাকুপা (ওয়ারিশ এর বাড়ী) গ্রামের নুরম্নল ইসলামের মেয়ে। সঙ্গীতা (২১) নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া (মকবুল এর বাড়ীর ভাড়াটিয়া) এলাকার রিপনের স্ত্রী ও নার্গিস (৪০) একি এলাকার মৃত ইয়াদ আলীর মেয়ে। জানাগেছে, গেল বুধবার গজারিয়া থানা পুলিশের মাদক বিরোধি অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই ৩ নারী মাদক কারবারিকে ২৬ কেজি গাঁজা সহ আটক করা হয়।
এ ব্যপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: রাজিব খান জানান, ২৬ কেজি গাঁজা যার মুল্য পাঁচ লক্ষ বিশ হাজার সহ আটক ৩ নারী মাদক কারবারির বিরম্নদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে বৃহস্পতিবার তাদের মুন্সীগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।
মুন্সীগঞ্জ কোর্ট পরিদর্শক মো. জামাল উদ্দিন জানান, ৩ নারী আসামীকে গজারিয়া থানার পুলিশ আদালতে হাজির করেছে। আমলী আালত-৫ এর বিচারক তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন।