মিরপুরের পাইকপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Shafiul
প্রতিবেদন প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ১২:৩৪
photo

অপরাধ সূত্র :

 

নিজেস্ব সংবাদাতা ঃ মাদার অব ডেমোক্রেসি” ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ  বুধবার  ৭-১-২০২৬ইং তারিখে  বিকেলে মিরপুরের পাইকপাড়ায় অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দলের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল ঢাকা মহানগর উত্তর।সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী বাস্তুহারা দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ মিজানুর রহমান
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দলের কেন্দ্রীয় সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ গাজী মোঃ শাজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ মোঃ ফেরদৌস আলম তুহিন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসেস রুনু আক্তার,কার্যকারী সভাপতি কফিরউদ্দিন সরকার, সিনিয়র সহ-সভাপতি, মশিউর রহমান আকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মাহবুবুর রহমান বাবুল,বাস্তহারা পুনর্বাসন সম্পাদক, শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক, ডিএমএ মজিদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক, আলমগীর হোসেন, ত্রান বিষয়ক সম্পাদক, আমেনা বেগম,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মোল্লা শহিদুল ইসলাম,গণসংযোগ বিষয়ক সম্পাদক, মো: শফিউল আজম, সহ গনসংযোগ বিষয়ক সম্পাদক, মোঃ  লাবলু (লাবু) মোঃ সোহেল রানা,
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সুমন চৌধুরীসহ মহানগর উত্তর এবং বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে এক আপসহীন নেত্রী ছিলেন। তাঁর নেতৃত্ব ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে। বক্তারা মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। এ লক্ষ্যে বিএনপির  চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে দোয়া মাহফিলটি সম্পন্ন হয়।

  • নিউজ ভিউ ৯৬